‘শরীরের নান জায়গায় ছুঁয়েছে…’ বেলডাঙায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত সাংবাদিক

Beldanga Incident

প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের আরও এক সংখ্যালঘু শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বেলডাঙায় (Beldanga Incident)। শুক্রবার সকাল থেকে রেললাইন এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। টানা তিন-চার ঘণ্টা অবরোধের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি বিক্ষোভের খবর কভার করতে গিয়ে আক্রান্ত হয় সাংবাদিকরা।

আক্রান্ত মহিলা সাংবাদিক

জানা গিয়েছে, জি ২৪ ঘণ্টার সাংবাদিক সোমা মাইতি বেলডাঙ্গায় বিক্ষোভের খবর কভার করতে গিয়ে আক্রান্ত হন। তিনি জানান, “ বেলডাঙ্গার পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে উঠেছিল যে আমাদের চিত্র সাংবাদিকের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাদের ক্যামেরা বন্ধ করে নেওয়া হয়, ফোন ছিনিয়ে নেওয়া হয়। অসহ্য যন্ত্রণা করছে মাথায়। সিটি স্ক্যান করা হবে। শরীরের নানা জায়গায় ছুঁয়েছে তাঁরা। সারা শরীরে ব্যথা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা আরও বাড়ছে। চিকিত্‍সকরা বলেছেন, অ্যাডমিট হতে হবে।” যদিও এই ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, “বেলডাঙায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলব শান্তি বজায় রাখুন, কারও প্ররোচনায় পা দেবেন না। শুক্রবার ওঁদের জমায়েত হয়। চিরকালই হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওঁদের ক্ষোভ সঙ্গত। শান্তি বজায় রাখুন। সাংবাদিকদের মারধর করবেন না।’

আরও পড়ুনঃ KKR-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতেন মুস্তাফিজুর রহমান! কিন্তু তিনি যা করলেন…

বিজেপিকে কটাক্ষ মমতার

বিক্ষোভের ঘটনায় বিজেপিকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় ইচ্ছাকৃত ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি এর পিছনে আছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে।” যদিও জাতীয় মহিলা কমিশন সদস্য ডাক্তার অর্চনা মজুমদার এই দোষ শাসকদলের কাঁধে চাপিয়ে দেয়। তিনি বলেন, ‘রাজ্যের শীর্ষ নেতৃত্ব ও তার পুলিস যখন ‘ফাইল চুরি’ নিয়েই ব্যস্ত, তখন রাজ্যে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে আইনশৃঙ্খলা। আজ মুর্শিদাবাদের বেলডাঙায় চরম অশান্তির মাঝে কর্তব্যরত অবস্থায় এক হিন্দু মহিলা সাংবাদিককে নির্মমভাবে মারধর করা হয়েছে। ওই তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক-নির্ভর দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত।”

আরও পড়ুন: ‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ, ওদের বলব পাশে আছি’ বেলডাঙ্গা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বেলডাঙ্গায় মহিলা সাংবাদিকের উপর অত্যাচারের ঘটনাকে নিন্দনীয় ঘটনা বলেছেন। তিনি বলেছেন, “আমি যখন নিহতের বাড়িতে ছিলাম, তখনই শুনলাম মহিলা সাংবাদিকের উপর হামলা হয়েছে। পুলিশের সামনে এই ঘটনা হওয়াকে আরও নিন্দা করছি। পশ্চিমবঙ্গে যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, এটা তার প্রমাণ। সাংবাদিকের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। তৃণমূলের মদত ছাড়া এই ধরণের ঘটনা ঘটতে পারে না।”

Leave a Comment