শাড়ি পছন্দ হয়নি বলাই কাল হল! বিয়ের কয়েক ঘন্টা আগে হবু স্ত্রীকে খুন করে পালাল পত্র

Gujarat Bride Murder just our before wedding

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিয়ের পিঁড়িতে বসতে বাকি ছিল আর কয়েকটা ঘন্টা। তার আগেই হবু স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে বাঁধে তুমুল ঝগড়া। যার কেন্দ্রবিন্দুতে ছিল শুধুমাত্র একটি শাড়ি। আর সেই ঘটনার কিছু সময়ের মধ্যেই ঘর থেকে উদ্ধার হল কনের নিথর রক্তাক্ত দেহ (Gujarat Bride Murder)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগর এলাকায়। শনিবারের এই ঘটনায় আপাতত অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

শাড়ি নিয়ে অশান্তিতেই প্রাণ ঝরল কনের

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গতকাল অর্থাৎ শনিবার, গুজরাতের ভাবনগরের বাসিন্দা সাজন বড়াইয়ার সাথে বিয়ের পিঁড়িতে ওঠার কথা ছিল সোনি রাঠৌরের। জানা যায়, বিগত বেশ কয়েক বছর ধরে একসাথেই বসবাস করছিলেন তারা। সেখান থেকেই আসে বিয়ের সিদ্ধান্ত। সেই মতোই শনিবার বসেছিল বিয়ের আসর। সমস্ত নিয়ম-কানুন মেনেই বিবাহের আয়োজন করেছিলেন প্রিয়জনেরা। তবে জানা যায়, বিয়ের কয়েক ঘণ্টা আগে সাজগোজের সময় হবু স্বামীর সাথে অশান্তি বাঁধে কনের। অভিযোগ, সেই অশান্তির জের, নিজের হবু স্ত্রীকে খুন করে বাড়ি থেকে চম্পট দেন সাজন।

পুলিশ সূত্রে খবর, মূলত একটি শাড়ি নিয়েই ঝামেলায় জড়িয়ে ছিলেন দুজন। তদন্তে উঠে এসেছে, বিয়ের পিঁড়িতে যে শাড়ি পরে ওঠার কথা ছিল সেই শাড়ি নাকি পছন্দ হয়নি কনের। আর তা নিয়েই হবু স্বামীর সাথে বাঁধে বচসা। সূত্রের খবর, প্রথমে শাড়ি নিয়ে ঝামেলা বাঁধলেও পরে সেখান থেকে টাকা পয়সা এবং দেনাপাওনা নিয়ে শুরু হয় তুমুল অশান্তি। যা পরবর্তীতে একে অপরের পরিবারকে আক্রমণ করার পর্যায়েও চলে আসে। আর তখনই নাকি রাগের বশে নিজের হবু স্ত্রীর মাথা দেওয়ালে ঠুকে তাঁকে রক্তাক্ত করে মন্ডপ ছাড়েন সাজন। পরবর্তীতে ঘর থেকে সোনির নিথর দেহ উদ্ধার করেন আত্মীয়রা। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

অবশ্যই পড়ুন: ইডেনে ভারতকে হারিয়ে ৫৩ বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

প্রসঙ্গত, শনিবারের বিয়েতে প্রথমদিকে মত ছিল না দুই পরিবারের। তবে ছেলে-মেয়ে দীর্ঘদিন একসাথে একই ছাদের তলায় বসবাস করার কারণে একপ্রকার বাধ্য বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলেন ওই যুবক যুবতীর পরিবার। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শুরুর আগেই তা শেষ হয়ে গেল রক্তের দাগ নিয়েই। ইতিমধ্যেই কনের রক্তাক্ত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।এদিকে অভিযুক্ত যুবকের উপর ক্ষেপে রয়েছেন এলাকাবাসী। এই মুহূর্তে সেই যুবকেরই খোঁজ চালাচ্ছে পুলিশ।

Leave a Comment