সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বোলপুর শান্তিনিকেতন থেকে ঝাড়গ্রামের বেলদা অবধি শুরু হল SBSTC বাস পরিষেবা (Santiniketan Belda Bus)। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বিভিন্ন রুটে বাস পরিষেবা শুরু করছে SBSTC। এর ফলে উপকৃত হচ্ছেন মানুষ। এবার তেমনই আরও একটি দীর্ঘ প্রতীক্ষিত রুটে বাস পরিষেবা শুরু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সবথেকে বড় কথা, এই নতুন বাস পরিষেবার মাধ্যমে বীরভূম ছাড়াও বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ ৩ জেলার মানুষ লাভবান হবেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
বোলপুর থেকে বেলদা অবধি শুরু SBSTC বাস পরিষেবা
বোলপুর শান্তিনিকেতন থেকে দূর্গাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর হয়ে সরাসরি বেলদা অবধি যাবে এই সরকারি বাস। বাসটি ভায়া – শিবতলা মোড়, রাইপুর, BITM, বনভিলা, ইলামবাজার, বাসুধা, এগারো মাইল, মাজুরিয়া, পিয়ারীগঞ্জ, ত্রিলোকচন্দ্রপুর, পানাগড়, রাজবাঁধ, দূর্গাপুর, বড়জোড়া, বেলিয়াতোড়, মাকুড়গ্ৰাম মোড়, বিকনা, বাঁকুড়া বাইপাস, ধলডাঙ্গা, নতুনগ্রাম মোড়, রতনপুর, শিবডাঙ্গা মোড়, তালডাংরা, কড়াকানালী, সিমলাপাল, বিক্রমপুর, হেত্যাগড়া।
আরও পড়ুনঃ মালদা টাউন-দীঘা শীত স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন সময়সূচি
এছাড়াও যাবে পিরলগাড়ি মোড়, কৃষ্ণপুর, রাইপুর, মটগোদা, মন্ডলকুলি, ফুলকুশমা, এঁঠেলা, শিলদা, কাঁকো, বিনপুর, আঁধারিয়া, দহিজুড়ি, ঝাড়গ্রাম, শালবনী, জিতুশোল, লোধাশুলী, ফাঁসিতলা, নেতুরা, চন্দ্রী, ফেকো, তপশিয়া, রান্টুয়া, গোপীবল্লভপুর, ছাতিনাশোল, চাঁদাবিলা, নিগুই, গোহালডিহা, খড়িকামাথানী, নয়াগ্ৰাম, ভসরা, নছিপুর, কেশিয়াড়ী, কুকাই।
দেখুন সময়সূচি ও ভাড়া
এবার চলুন জেনে নেওয়া যাক নতুন বাসটির সময়সূচি ও ভাড়া সম্পর্কে। জানা গিয়েছে, সরকারি বাসটি বোলপুর থেকে ছাড়িবে ভোর ৬টা নাগাদ ছাড়বে। অপরদিকে বেলদা থেকে ছাড়বে ভোর ৬:৫০ মিনিট নাগাদ। এই বাস পরিষেবার ভাড়াও একদম সাধ্যের মধ্যে। জানা গিয়েছে, সম্পূর্ণ রুটের ভাড়া মাত্র ১৮৬ টাকা।