সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ জানুয়ারি, বুধবার। শান্তিপুরে প্রতিমা ভাঙচুর, বাংলাদেশের আবেদন খারিজ আইসিসির, এসআইআর আতঙ্কে মৃত্যু, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন আশা কর্মীদের
এবার বেতন বৃদ্ধির দাবিতে সরব হল আশা কর্মীরা। সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বুধবার উত্তেজনা চরমে পৌঁছেছে। এমনকি পুলিশ তাদের বিক্ষোভে বাধা দিলে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। জানা যাচ্ছে, তাদের দাবি ছিল নূন্যতম ১৫ হাজার টাকা বেতন করার। পাশাপাশি সামাজিক এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার। এমনকি স্থায়ী কাজের স্বীকৃতি দেওয়ার দাবিও তুলেছিলেন তারা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ব্যারিকেড দিলে আরও সমস্যা সৃষ্টি হয়। এখও পর্যন্ত তারা বিক্ষোভে অবস্থান করছেন বলে রিপোর্ট।
৯) শান্তিপুরে ভাঙা হল ৬০টি প্রতিমা
গভীর রাতে নদীয়ার শান্তিপুরে ভেঙে দেওয়া হল ৫০ থেকে ৬০টি কালী ও সরস্বতী প্রতিমা। জানা গিয়েছে, নন্দীপাড়ার বাসিন্দা জয়ন্ত দাস যিনি ৩০ বছর ধরে এই প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত, তার তৈরি এই প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। আর মূর্তিগুলোকে মাটিতে ফেলেই ভাঙা হয়েছে। স্থানীয় অমিত দে এবং তার ভাই অসিত দে এই কীর্তি ঘটিয়েছে বলেই অভিযোগ। তবে এ নিয়ে সরব হয়েছেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, মমতার জঙ্গল রাজে সনাতন ধর্মের উপর দিনের পর দিন এরকম হামলা চলছে। হিন্দুদের উপরেই চাপ সৃষ্টি করতে চলেছে শাসক দল।
৮) শিয়ালদায় নামিদামি বেকারির বিরুদ্ধে খাবারে ভেজাল মেশানোর জন্য অভিযোগ
এবার শিয়ালদার দুই নামিদামি বেকারির বিরুদ্ধে খাবারে ভেজাল মেশানোর অভিযোগ উঠল। হ্যাঁ, কেক বেকারিগুলোর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেএমসি। এমনকি ওই দোকানগুলোতে নোটিশ পাঠাতে শুরু করেছে কলকাতা পৌরসভা। নিউ মার্কেটের এক শতাব্দী প্রাচীন কেকের দোকান সহ শহর জুড়ে একাধিক কেকের দোকানে এদিন পুরসভার খাদ্য সুরক্ষা টিম হানা দিয়েছিল। তবে কেকের গুণগত মান মেলাতে গিয়ে কিছু সমস্যা ধরা পড়ে। আর তারপর দেখা যায়, চেরি বা অন্যান্য রঙিন উপকরণ যেগুলি মেশানো হয়েছে, সেগুলিতে রং দেওয়া।
৭) এসআইআর আতঙ্কে ফের মালদায় বিএলও মৃত্যু
এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল যেন বেড়েই চলেছে রাজ্যে। সেই আবহে এবার কাজের চাপ না নিতে পারায় মালদায় মৃত্যু হল ফের এক বুথ লেভেল অফিসারের। জানা যাচ্ছে, ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ী পাকুরতলা এলাকার বাসিন্দা বিএলও সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি একজন পেশায় আইসিডিএস কর্মী ছিলেন। পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলওর দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তবে তার উপর কাজের প্রচুর চাপ ছিল। তার স্বামী অভিযোগ করছে, গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডাক্তার দেখানো হয়েছিল। তবে কাজের চাপ বেড়ে যাওয়ায় আজ ভোরে তার মৃত্যু হয়েছে।
৬) বিজেপির রাজ্য কমিটি ঘোষণা
ভোটের আগে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা করল শমিক ভট্টাচার্য। জানা গিয়েছে, এবার ডিজিটাল প্লাটফর্মে দলের উপস্থিতি শক্তিশালী করার জন্য ইনচার্জ হয়েছেন সপ্তর্ষি চৌধুরী। কো ইনচার্জ প্রীতম ভট্টাচার্য, বিজয় ঘোষাল সহ প্রমুখকে মনোনয়ন করা হয়েছে। পাশাপাশি আইটি বিভাগে এবার ইনচার্জ পদে নিয়োগ করা হয়েছে শ্রী জয় মল্লিককে এবং কো ইনচার্জ পদে রত্নেশ শিং, শুভজিৎ কর্মকার, সব্যসাচী রায় সহ প্রমুখকে নিয়োগ করা হয়েছে। এদিকে মিডিয়া বিভাগে প্রধান সচিব হিসেবে শ্রী দেবজিত সরকার এবং অন্যান্য দুজন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে।
৫) নতুন বছরের শুরুতে পেনশন ও গ্রাচুইটি নিয়মে পরিবর্তন
বাংলায় এমনিতেই বকেয়া ডিয়ে নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। আর তার মধ্যে শিক্ষকদের পেনশন নিয়ে বিতর্ক ছড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন বছরের শুরুতেই পেনশন এবং গ্রাচুইটি সম্পর্কে কিছু নিয়মে বদল ঘটাল রাজ্য। আসলে অধ্যাপক অফিসার এবং শিক্ষা কর্মীদের পেনশন ও গ্রাচুইটির নিয়মে পরিবর্তনের এনেছে সরকার। ২০২৫ এর ১ অক্টোবর বা তারপরে যারা অবসর নিয়েছেন এবং যারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের অন্তর্ভুক্ত, তারা এবার থেকে আংশিক বা অস্থায়ী ভিত্তিতে অবসরকালের সুযোগ সুবিধা পাবে বলে জানানো হয়েছে।
৪) দেশে মিশে যাচ্ছে দুটি ব্যাঙ্ক
এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। মিলে যাচ্ছে দেশের দুটি সরকারি বড় বড় ব্যাঙ্ক। তৈরি হবে এসবিআই এর পর দেশের দ্বিতীয় সর্ববৃহৎ ব্যাঙ্ক। হ্যাঁ, এবার একীভূতকরণ এর পথে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গেছে, সরকারের মূল লক্ষ্য ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে তোলা। এমনকি পরিষেবার মান ও পরিচালন ক্ষমতাকে উন্নত করতে চাইছে কেন্দ্র। আর নতুন ব্যাঙ্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে ২৫.৬৭ লক্ষ কোটি টাকা।
৩) বাংলাদেশের আবেদন খারিজ করে দিল আইসিসি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সমস্ত আবেদন খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। এবার আইসিসি স্পষ্ট জানিয়ে দিল, বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশের ক্রিকেট দলকে। নাহলে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি পড়তে হবে। কার্যত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আসলে ভারতের বিশ্বকাপের ম্যাচগুলি যাতে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় সেই দাবি রেখেছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। তাই এখন আর পরিবর্তন করা সম্ভব নয়।
২) ভারত থেকে ডিজেল আমদানি বাংলাদেশের
সেই ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। এবার ভারতের থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল আমদানি করছে বাংলাদেশ। জানা গিয়েছে, এতে মোট খরচ হবে ১ হাজার ৪৬২ কোটি টাকা। ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে তা অনুমোদন করা হল। জানা গিয়েছে, প্রতি ব্যারেল ডিজেল ৫.৫০ মার্কিন ডলার হিসেবে কিনবে তারা। আর ১৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় ২০১৬ সাল থেকেই বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানি করছে।
১) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটের দিনক্ষণ প্রকাশ
মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ প্রকাশিত করলে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, আগামী ২০ জানুয়ারি, মঙ্গলবার সমস্ত শিক্ষার্থীদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ২০ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পর্ষদের মোট ৪৮ টি ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। কিন্তু ওইদিনই পরীক্ষার্থীরা কার্ড হাতে পাবে না। বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সুবিধার্থে একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবে এবং সেইদিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে।
For real, sicbogames is kinda something else. A lot of variety, so I’m not bored playing the same game everyday. Check this out now sicbogames