শারীরিক অসুস্থতা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন সৌরভের মা! কী হয়েছে নিরুপা দেবীর?

Sourav Ganguly mother admitted to hospital again

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে ফের হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা দেবী। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে ফের তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই মায়ের চিকিৎসার তদারকির জন্য হাসপাতালে গিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ। সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও।

ঠিক কী হয়েছে সৌরভের মায়ের?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, দীর্ঘ বেশ কয়েকদিন ধরে জ্বর, গলা ব্যথায় ভুগছিলেন নিরূপা দেবী। জানা যায়, চিকিৎসকদের পরামর্শেই এতদিন বাড়িতে রেখেই শুশ্রূষা ঝুলছিল তাঁর। তবে বয়স বাড়লে যা হয় আর কি? শারীরিক অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত মঙ্গলবার বাধ্য হয়েই মাকে হাসপাতালে ভর্তি করেন সৌরভ এবং তাঁর পরিবার।

উল্লেখ্য, এর আগে একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ এবং স্নেহাশিস গাঙ্গুলির মা। তাছাড়াও গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিরুপা দেবী। জন্মদিনটাও কেটেছিল হাসপাতালের বেডে শুয়েই। আর সেই থেকেই হার্টের পাশাপাশি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

জানা যায়, পরবর্তীতে ইউরিনাল ইনফেকশনও ধরা দিয়েছিল সৌরভের মায়ের। কাজেই, মায়ের অসুস্থতা নিয়েই দীর্ঘ সময় পার করেছেন সৌরভ গাঙ্গুলি। তবে মাঝে সেই অসুস্থতা থেকে সাময়িক স্বস্তির পর এবার ফের হাসপাতালে ভর্তি হলেন নিরূপা দেবী। যার জেরে মাকে নিয়ে চিন্তা বেশ খানিকটা বেড়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সহ গোটা পরিবারের।

অবশ্যই পড়ুন: শূণ্যয় ফেরেন ৫ ব্যাটার, ওয়েস্ট ইন্ডিজের কাছে ODI সিরিজ হেরে লজ্জায় নাক কাটাল পাকিস্তান

উল্লেখ্য, সৌরভের মায়ের বয়স এখন 76 বছর। আর এই বয়সেই শরীরে বাসা বেঁধেছে নানান রোগ যন্ত্রণা। দীর্ঘ বেশ কিছুদিন ধরে জ্বর ও গলা এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছিল নিরূপা দেবীর। আর তারপরই পরিস্থিতি বেগতিক বুঝে মঙ্গলবার তাঁকে ভর্তি করাতেই হল হাসপাতালে। আপাতত যা খবর, সৌরভের মায়ের শরীরে আবারও তৃতীয় কোনও রোগ বাসা বেঁধেছে কিনা, সেটাই এখন বোঝার চেষ্টা করছেন চিকিৎসকরা।

Leave a Comment