শালিমারের বদলে এবার হাওড়া থেকেই ছাড়বে একাধিক এক্সপ্রেস, তালিকায় কোন কোন ট্রেন?

Howrah Junction Railway Station

সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। দূরপাল্লার ট্রেন ধরতে আর রাতবিরাতে শালিমার স্টেশনে দৌড়তে হবে না। এবার নতুন সময়সূচী কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা সরাসরি হাওড়া স্টেশন (Howrah Junction Railway Station) থেকে শুরু হচ্ছে। আর এই পরিবর্তনের ফলে সবথেকে বেশি স্বস্তি পাবে পুরি, চেন্নাই সহ বিভিন্ন দূরপাল্লার রুটের সাধারণ নিত্যযাত্রীরা।

১ জানুয়ারি থেকেই কার্যকর নতুন সময়সূচি

১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের নতুন টাইম টেবিল। সেই অনুযায়ী, আগে যে সমস্ত ট্রেন শালিমার থেকে যাত্রা করত, সেগুলোর একাংশের টার্মিনাল বদলে এখন হাওড়া করে দেওয়া হয়েছে। রেল কর্তারা স্পষ্ট বলেছেন, যাত্রীদের শালিমারে যেতে বাধ্য না করে পরিষেবাকে হাওড়ায় নিয়ে আসা হয়েছে। তালিকায় রয়েছে করমণ্ডল এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস। হ্যাঁ, এই দুই জনপ্রিয় দূরপাল্লার ট্রেন আর শালিমার নয়, এখন থেকে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এমনকি ট্রেনগুলোর সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। কয়েক মিনিট এগোনো বা পিছানোর মাধ্যমে ট্রাফিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় রাখা হয়েছে ট্রেনগুলির।

আরও পড়ুন: কবে দেওয়া হবে সবুজ সাথীর সাইকেল! জানিয়ে দিল রাজ্য সরকার

তবে হ্যাঁ, শুধুমাত্র টার্মিনাল নয়, বরং পরিচালনাগত সুবিধার জন্য কিছু ট্রেনের নম্বর পরিবর্তন করা হয়েছে। রেলের সূত্র মারফত খবর, ট্রাফিক হ্যান্ডেলিং সহজ করা আর ট্রেন চলাচলকে আরও সুশৃঙ্খল করার জন্য গোটা রুটম্যাপ বদলানো হয়েছে। হাওড়া স্টেশন যেহেতু দেশের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, তাই এখানে পরিবহনের সংযোগ বেশি। পাশাপাশি ট্যাক্সি এবং লোকাল যাতায়াত সহজেই করা যায়। আর শহরের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলক ভাবে সুবিধাজনক ভাবেই হাওড়া স্টেশনে পৌঁছনো যায়। তার ফলে যাত্রীদের অস্বাভাবিক ভাড়া, সময়ের ঝুঁকি বা দুর্ভোগ পোহাতে হবে না। এক কথায়, দক্ষিণ-পূর্ব রেলের এই সিদ্ধান্তে যে সাধারণ নিত্যযাত্রীরা প্রচুর উপকৃত হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment