সহেলি মিত্র, কলকাতা: ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবিটি নিয়ে আজকাল শিরোনামে রয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই ছবির ট্রেলার প্রকাশের সময় হট্টগোল শুরু হয়। লঞ্চ ইভেন্টের দিন কলকাতার একটি হোটেলে কিছু লোক হট্টগোল সৃষ্টি করে। এর পরে, পরিচালকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। এরপর আগুনে ঘি আরও পড়ে যখন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় জানান যে তিনি যখন শুটিং করছিলেন ততক্ষণ জানতেন সিনেমার নাম দিল্লী ফাইলস। কিন্তু শুটিং শেষ হওয়ার পর জানতে পারেন সিনেমার নাম ‘দ্য বেঙ্গল ফাইলস।’ এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিবেক রঞ্জন।
শাশ্বতকে নিয়ে বিস্ফোরক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী
সম্প্রতি সংবাদমাধ্যমকে শাশ্বত জানান যে, শুটিংয়ের সময় নির্মাতারা কেবল তার ভূমিকা ব্যাখ্যা করেছিলেন, পুরো গল্পটি নয়। তাকে বলা হয়েছিল যে এটি একটি শক্তিশালী, খলনায়ক চরিত্র হবে, যা খুব কম অভিনেতাই তাদের কেরিয়ারে পান। এই নিয়ে সিনেমার পরিচালকের বক্তব্য, শাশ্বত সেটাই বলেছেন যেটা তাঁকে বলতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সিনেমা নিয়ে কি অভিনেতার ওপর তাহলে কোনো চাপ সৃষ্টি করা হয়েছে?
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানান, “আসলে ওকে যা বলতে বলা হয়েছে তাই বলেছে। ভারতের অন্যতম সেরা অভিনেতা শাশ্বত। দারুণ দারুণ ছবিতে অভিনয় করেছেন। আমার ছবিতেও যেভাবে অভিনয় করেছেন শাশ্বত, তার জন্য জাতীয় পুরস্কার পাবে শাশ্বত। এই ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। পুরো ছবিটাই বাংলাকে কেন্দ্র করে ঘটেছে। প্রচুর বাঙালি অভিনেতা কাজ করেছে। ছবির নাম বদলেছে, অনেক আগেই। এমনকী, পোস্টার মুক্তি পাওয়ার পরও সব অভিনেতাকে পাঠানো হয়েছিল। এখন যদি কেউ এমন মন্তব্য করে যে, সে জানত না। আমার কিছু বলার নেই। আসলে আবার বলছি, বাংলার মাটিতে শাশ্বতকে যা বলতে বলা হয়েছে, তাই বলেছে। কিছু করার নেই।”
কী বলেছিলেন শাশ্বত?
শাশ্বত বলেন, “আজকাল, তারা কারো সাথে পুরো গল্পটি ভাগ করে না। শুধুমাত্র একটি ট্র্যাক দেওয়া হয়, এবং শুধুমাত্র চরিত্রটি ব্যাখ্যা করা হয়। যখন আমাকে আমার ভূমিকা সম্পর্কে বলা হয়েছিল, তখন বলা হয়েছিল যে এটি একটি শক্তিশালী চরিত্র, একটি খলনায়ক ধরণের ভূমিকা, যা খুব কম অভিনেতাই পান। পুরো শুটিং চলাকালীন, ছবিটির নাম ছিল দিল্লি ফাইলস। শুটিং শেষ হওয়ার পর, আমি জানতে পারলাম নামটি বেঙ্গল ফাইলস রাখা হয়েছে।”
Saswata Chatterjee, one of the well known method actor from Bengal who is part of that propaganda files film has questioned the sudden name change of the movie. He also adds on to say that the entire story was not narrated to him, accuses the director of misleading him. pic.twitter.com/MU0QfNycCw
— Sourav || সৌরভ (@Sourav_3294) August 17, 2025