সৌভিক মুখার্জী, কলকাতা: টলিউড জগতে মিঠুন-দেবশ্রী (Mithun-Debashree) জুটি নিয়ে নতুন কিছু বলার নেই। অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘নদী থেকে সাগর’ ছবির হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, তা পরবর্তীকালে কিংবদন্তি এক অধ্যায়ে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সেই ছবির আবহ এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে। তবে আবারো নাকি সেই জুটি এক হতে চলেছে! কিন্তু কোন পর্দায়?
বড় পর্দা থেকে ছোট পর্দা, মঞ্চ মাতিয়েছে এই জুটি
আসলে মিঠুন-দেবশ্রী জুটির সর্বশেষ একসঙ্গে অভিনীত ছবি ছিল ‘শাস্ত্রী’। তবে সেই ছবির সাফল্য তেমন একটা নজর কাড়েনি। তবে এবার সেই জুটি নতুন মোড় নিচ্ছে। হ্যাঁ, একসঙ্গে দেখা যাবে মিঠুন-দেবশ্রীকে। তবে বড় পর্দায় নয়, বরং এবার ছোট পর্দায় দেখা মিলবে তাঁদের। জানা গিয়েছে, জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ড্যান্স বাংলা ড্যান্সের গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেবশ্রী রায়। আর সেখানেই মঞ্চ কাঁপাবেন মিঠুন-দেবশ্রী জুটি।
প্রসঙ্গত জানিয়ে রাখি, মিঠুন-দেবশ্রীর প্রথম সুপারহিট সিনেমা ছিল ‘ত্রয়ী’। ডি বর্মনের সুরে গান এবং তার সঙ্গে তাঁদের কেমিস্ট্রি বক্স অফিসে সে সময় ঝড় তুলেছিল। তারপর একে একে ‘যুদ্ধ’ থেকে শুরু করে ‘অভিমুন্য’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘টাইগার’ সবই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এবার দর্শকদের সামনে আসছে এক নতুন উপহার। হ্যাঁ, প্রমো ভিডিওতে মিঠুন-দেবশ্রীকে একসঙ্গে নাচতে দেখা দিয়েছে। আর সেই ঝলক এখন নেট দুনিয়ায় ভাইরাল।
উল্লেখ্য, এবারের অডিশনে বিচারকের আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা। কিন্তু গ্র্যান্ড ফিনালের মঞ্চ রঙিন করতে এবার বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন দেবশ্রী রায় এবং টোটা চৌধুরী।
আরও পড়ুনঃ চিটফান্ড উধাও হওয়ার পর শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যবসা! মমতাকে কটাক্ষ শুভেন্দুর
প্রসঙ্গত, টোটা চৌধুরী সম্প্রতি ‘আওর রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে ডান্স ফ্লোর মাতিয়ে প্রমাণ করেছেন যে, পুরুষ তারকারাও নাচে পিছিয়ে নেই। আর এবার ফের বাংলার মঞ্চে দেখা যাবে তাকে দেবশ্রীর সঙ্গে। তবে উল্লেখ্য, তাঁরা শুধুমাত্র বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিচারকের দায়িত্বে নয়। তাই দর্শকরা যে বিনোদন পেতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ইতিমধ্যে গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয়েছে আর তার প্রমো সামনে এসেছে। আর সেই ভিডিওতেই দর্শকদের মনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।