প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযানে গিয়ে আক্রান্ত হওয়ায় ধৃত সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহানের মামলার সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য। এবার সেই ঘটনায় আরও একধাপ এগোলো পুলিশ। গ্রেফতার করা হল মূল অভিযুক্ত আলিম মোল্লা।
গ্রেফতার মূল অভিযুক্ত
উল্লেখ্য, শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে খুন করার চেষ্টার অভিযোগে আগেই দায়ের হয়েছিল FIR। তালিকায় নাম ছিল ৮ জনের। এমনকি ওই তালিকায় নাম ছিল শেখ শাহজাহান-সহ তাঁর স্ত্রীরও। পুরোদমে তদন্ত চালাচ্ছিল পুলিশ। এবার এই কেসে মূল অভিযুক্ত আলিম মোল্লাকে অবশেষে গতকাল রাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। জানা গিয়েছে, যে ট্রাক ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা দিয়েছিল সেই ট্রাকের চালক ছিলেন আলিম, আজ পুলিশি হেফাজতে চেয়ে তাঁকে বসিরহাট মহকুমার আদালতে তোলা হবে। গোটা ঘটনায় তার কী ভূমিকা ছিল, হামলার পরিকল্পনা এবং গোটা পরিকল্পনার পিছনে অন্য কারও হাত রয়েছে কি না, যাবতীয় তথ্য জেরা করবে পুলিশ।
ন্যাযাট কাণ্ডে মোট পাঁচ জনকে গ্রেফতার
সন্দেশখালিতে মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় এখনো পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। আগের গ্রেফতার চার জন হলেন উত্তম সরদার, রুহুল কুদ্দুস তরফদার, গোলাম হোসেন মোল্লা ও নজরুল মোল্লা। রুহুলকে গ্রেফতার করা হয়েছিল ন্যাজাট থানার রাজবাড়ির পুলিশ ফাঁড়ির সরবেড়িয়া এলাকা থেকে। অন্যদিকে উত্তমকে ধরা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানার হাতিশালা থেকে। এরমধ্যে উত্তম সর্দার আবার শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। সিবিআই-ইডির উপরেও হামলার অভিযোগও রয়েছে এই উত্তমের বিরুদ্ধে। আগে গ্রেফতারও হয়েছিলেন। এবার আলিম মোল্লাকে ফের গ্রেফতার করায় নতুন করে চাপানউতোর তৈরি হল রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: কেন্দ্রের কড়াকড়িতে সংকটে বাংলার লক্ষ লক্ষ মানুষের পেনশন!
প্রসঙ্গত, সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র আগেই দাবি করেছিলেন যে, ঘটনার পিছনে অনেক বড় মাথা রয়েছে। তাঁদেরই আড়াল করা হচ্ছে প্রশাসনের তরফে। এমনকি তিনি পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সুর চড়িয়ে ছিলেন। এবার দেখার পালা বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় আর কী কী জোড়ালো তথ্য বেরিয়ে আসে।