শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার!

Pension Gratuity

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ নিয়ে একদিকে যখন বাংলার সরকারি কর্মীরা ক্ষুব্ধ, তারই মধ্যে এবার শিক্ষকদের পেনশন (Pension) নিয়ে বিতর্কে জড়াল পশ্চিমবঙ্গ সরকার। নতুন বছরের শুরুতেই পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়ে বিরাট বদল ঘটিয়েছে সরকার, আর যা মোটেও ভালো চোখে দেখছেন না অনেকে। এখন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলি রাজ্য সরকারকে “পিছনের দরজা” প্রশাসনিক পরিবর্তনের মাধ্যমে পেনশন এবং অবসরকালীন সুবিধাগুলিকে হ্রাস করার চেষ্টা করার অভিযোগ করেছে। এছাড়াও, শিক্ষকরা আরও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের ১১টি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্য নেই।

শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার

আসলে অধ্যাপক, অফিসার ও শিক্ষাকর্মীদের পেনশন এবং গ্র্যাচুয়িটির নিয়ম বিধিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। ২০২৫-এর ১ অক্টোবর ও তার পরে যাঁরা অবসর নিয়েছেন এবং যাঁরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের অন্তর্ভুক্ত, তাঁরা এবার থেকে আংশিক এবং প্রভিশনাল বা অস্থায়ী ভিত্তিতে অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন। আর এই বিষয়টিকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষক মহল। এক যৌথ বিবৃতিতে, শিক্ষক সমিতিগুলি এই পদক্ষেপের বিরোধিতা করে বলেছে যে এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করবে এবং অনুষদ ও কর্মীদের নিয়োগের শর্তাবলী লঙ্ঘন করবে।

আরও পড়ুনঃ পিছোতে পারে স্কুলের সময়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে গেল আবেদন

কী বলছে শিক্ষক সংগঠনগুলি?

একাধিক শিক্ষক সংগঠন জানিয়েছে যে প্রস্তাবিত পরিবর্তনগুলি শিক্ষক, অশিক্ষক কর্মীদের কয়েক দশক ধরে চাকরির পর পেনশন, গ্র্যাচুইটি এবং ছুটির নগদীকরণ থেকে বঞ্চিত করবে, যদিও বিদ্যমান নির্দেশিকা অনুসারে সুবিধা নিশ্চিত করার নিয়ম রয়েছে। শিক্ষকরা বলছেন, “অনেক শিক্ষক তাদের কর্মক্ষেত্র হিসেবে বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছিলেন – উন্নত ক্যারিয়ারের সুযোগ থাকা সত্ত্বেও – বিশেষ করে পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধার সুরক্ষার জন্য। যদি এখনই হঠাৎ করে নিয়ম পরিবর্তন করে সেই অধিকারগুলিতে হস্তক্ষেপ করা হয়, তাহলে আমরা প্রচণ্ড পেশাগত সমস্যার সম্মুখীন হব।”

আরও পড়ুনঃ দুটি মিলিয়ে একটি, SBI-র পর দেশে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক তৈরির পথে সরকার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মী। অবসরকালীন সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয় দেবে। সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে।’ নিয়ম অনুসারে, অবসর গ্রহণের পরপরই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুসারে পেনশন, গ্র্যাচুইটি এবং ছুটির নগদীকরণ অনুমোদিত এবং সময়মতো শুরু করা হয়। তবে, প্রস্তাবিত ব্যবস্থায় বলা হয়েছে যে মোট পেনশন প্রদানের মাত্র ৭৫% “অস্থায়ী” হিসাবে প্রদান করা হবে এবং বাকি ২৫% সম্পর্কে কোনও স্পষ্টতা নেই।

1 thought on “শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার!”

Leave a Comment