সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার। শিক্ষকদের বেতন বৃদ্ধি, আইপ্যাক মামলায় স্থগিতাদেশ, সাঁতরাগাছি-বারাণসী অমৃত ভারত ট্রেন, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) জয়রামবাটি থেকে এবার এক ট্রেনে যাওয়া যাবে বাঁকুড়া
দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে ময়নাপুর-জয়রামবাটি নতুন রেললাইন উদ্বোধন হতে চলেছে। ফলে বাঁকুড়া থেকে একবারে এবার জয়রামবাটি যাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনের শুভ সূচনা করবেন, যা তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পের একটি অংশ। পূর্ব রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বাঁকুড়া-ময়নাপুর মেমু ট্রেন পরিষেবা জয়রামবাটি পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আর উদ্বোধনী স্পেশাল ট্রেন ১৮ জানুয়ারি জয়রামবাটি থেকে বাঁকুড়া যাবে বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে বারাণসী অমৃত ভারত
পূর্ব রেল সাঁতরাগাছি থেকে বারাণসী পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস চালু করার ঘোষণা করেছে। শিয়ালদার পাশাপাশি এবার সাঁতরাগাছি থেকেও এই জনপ্রিয় রুটে ট্রেন চলবে বলে খবর। উদ্বোধনী স্পেশাল ট্রেন ০৩১৪১ আগামী ১৮ জানুয়ারি দুপুর ২:৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি দুর্গাপুর, আসানসোল, মধুপুর, পাটনা এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন সহ একাধিক স্টেশনের থামবে বলে জানানো হয়েছে। মোট ১৮টি কোচ থাকবে এই ট্রেনে এবং যাত্রীদের স্বাচ্ছন্দে ভ্রমণের সুযোগ করে দেবে। পাশাপাশি ১৭ জানুয়ারি দেশ জুড়ে পাঁচটি নতুন এই অমৃত ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আইপ্যাক কাণ্ডের মধ্যে কলকাতায় তল্লাশি সিবিআই-এর
আইপ্যাক কান্ডের বিতর্কের মধ্যে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার ভোরবেলা কলকাতার আলিপুর রোড, নিউ টাউন সহ মোট পাঁচটি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে। ব্যাঙ্ক প্রতারণা থেকে শুরু করে আর্থিক অনিয়মের অভিযোগে এই অভিযান বলে সূত্রের খবর। আলিপুরে ব্যবসায়ী নিশা কেজরিওয়ালের ফ্ল্যাটেও চলেছে তল্লাশি। আর ভোর থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়। দিল্লি থেকে বিপুল সংখ্যক তদন্ত আধিকারিক আসার কারণে শাসকদলের উদ্বেগ যে বেড়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) BRICS এর নতুন লোগো নিয়ে বিতর্কে ভারত
২০২৬ BRICS সম্মেলন উপলক্ষে ভারতের প্রকাশিত নতুন লোগো নিয়ে এবার রাজনৈতিক বিতর্ক শুরু হল। কংগ্রেস এবং বিরোধীদের একাংশ দাবি, পদ্মফুল আকৃতির এই লোগোটি তেলেঙ্গানার একটি হাসপাতালের লোগো নকল করে করা হয়েছে। তবে তথ্য যাচাই করে জানা যায়, এটি নতুন নয়, বরং ২০১৬ সালে BRICS ইন্ডিয়া সম্মেলনের জন্য তৈরি ওই লোগোটি পুনর্ব্যবহার করা হয়েছে। এমনকি MyGov এর ডিজাইন প্রতিযোগিতায় নির্বাচিত ওই লোগোটি তৈরি হয়েছিল। আর ২০১৬ সালে সেখানে নমস্কার ভঙ্গি এবং BRICS দেশগুলির প্রতীক রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কসবা ল কলেজে গণধর্ষণ মামলায় গঠন হল চার্জ
কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ মামলায় অবশেষে চার্জগঠন সম্পন্ন হল। প্রাক্তন টিএমসি নেতা মনোজিৎ মিশ্র সহ আরও দুই অভিযুক্ত এবং এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গণধর্ষণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। মোট ৮২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। আর ডিএনএ এবং ফরেনসিক রিপোর্টে অভিযুক্তদের উপস্থিতি মিলেছে বলে খবর। ভিডিও কলে ব্ল্যাকমেইলের হুমকিও দেওয়া হয়েছে। আর বুধবার আলিপুর আদালতে চার্জ গঠন করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) চাকদহে জয় শ্রীরাম না বলার অভিযোগে হেনস্তা পরিযায়ী শ্রমিক
চাকদহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে ধর্মীয় পরিচয়ের কারণে হেনস্থার অভিযোগ উঠল। উড়িষ্যা যাওয়ার পথে চাকদহ স্টেশনে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ঝামেলার পর তাকে মারধর করা হয়। অভিযোগ ওঠে, জোর করে জয় শ্রীরাম বলতে চাপ দেওয়া হয়। এমনকি সিগারেটের ছ্যাকা দেওয়া হয়। পরে তাকে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং বর্তমানে তিনি সুস্থ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাংলাদেশ পাকিস্তানসহ ৭৫টি দেশের ভিসা বন্ধ করল আমেরিকা
আমেরিকার অভিবাসী নিয়ম কড়াকড়ি করে এবার পাকিস্তান বাংলাদেশ সহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বুধবার এই ঘোষণা করেছে। তালিকায় ভারতের নাম নেই। ভারতীয়দের জন্য আগের মতো ভিসা প্রক্রিয়া বহাল থাকবে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছে, সরকারি সুবিধার উপর নির্ভরশীল ও অভিবাসীদের ঠেকাতেই মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে নির্দেশিকা কার্যকর হচ্ছে এবং কতদিন তা লাগু থাকবে বলা যাচ্ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) এসআইআর শুনানিকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরে অশান্তি
এসআইআর শুনানিকে কেন্দ্র করে এবার উত্তর দিনাজপুরে চাকুলিয়ায় চরম অশান্তি। বৃহস্পতিবার শুনানি চলাকালীন আচমকা সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ক্ষুব্ধ জনতার একাংশ বিডিও অফিসে আগুন ধরিয়ে দিয়েছে এবং ভাঙচুর করা হয় অফিসের আসবাব ও নথিপত্র। রাস্তায় বাঁশ জ্বালিয়ে বিক্ষোভ চলে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। আগুনে বহু এসআইআর নথি পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আইপ্যাক মামলায় ইডির বিরুদ্ধে সমস্ত এফআইআর-এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
আইপ্যাক তল্লাশি মামলা ঘিরে ইডি এবং রাজ্য সরকারের সংঘাত এবার নতুন মোড় নিল। সুপ্রিম কোর্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা সমস্ত এফআইআর-এর উপর অন্তর্ভুক্তি স্থগিতাদেশ জারি করল। শুনানিতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল পাঞ্চোলির বেঞ্চ প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় তদন্ত রাজ্য হস্তক্ষেপ করতে পারে কিনা। তবে ইডির দাবি, আইন মেনে তল্লাশি হয়েছিল এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এফআইআর করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন এফআইআর করা যাবে না। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন বাড়ল ৩ শতাংশ
পশ্চিমবঙ্গ সরকার শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের এবার সম্মানি ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করল। স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বেতন সমস্ত শিক্ষকদের জন্য কার্যকর হচ্ছে না। তবে নির্দিষ্ট দুই শ্রেণীর শিক্ষকরা সুবিধা পাবে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও বছরের শুরুতে এসে সরকার সেই দাবিকে আংশিকভাবে মান্যতা দিল। আর এই সিদ্ধান্তের পরে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা উপকৃত হবে বলেই খবর। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন