শিক্ষক, শিক্ষকর্মীদের DA বাড়ল রাজ্য সরকার! কতটা? জারি বিজ্ঞপ্তি

DA Hike For Teachers (1)

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে বিরাট স্বস্তি পেলেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা। ১০% মহার্ঘ বাড়ল তাঁদের (DA Hike For Teachers)। হ্যাঁ, ২০২৪ সালে শেষবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছিল। তবে সেই প্রাপ্য ভাতার জন্য অপেক্ষা করতে হল এক বছর সাত মাস। সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলের জন্য নয়া নিয়ম জারি স্কুল শিক্ষা দফতরের।

মহার্ঘ ভাতা বৃদ্ধি শিক্ষক ও শিক্ষা কর্মীদের

জানিয়ে রাখি, ২০২৪ এবং ২০২৫ সালে ১০ শতাংশ করে মোট ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তবে কবে থেকে সেই মহার্ঘ ভাতা কার্যকর হবে বা কবে থেকে শিক্ষা ও শিক্ষা কর্মীদের হাতে তা দেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। অবশেষে গত সোমবার স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছে। জানা গিয়েছে, অর্থ দপ্তরের অনুমোদনের জন্যই এই কাজ এতদিন ধরে থমকে ছিল। অনুমোদন আসতেই নির্দেশ দেওয়া হয়েছে। মূলত রোপা ২০০৯ নিয়ম অনুযায়ী ২০২৪ এর এপ্রিল থেকে বকেয়া ডিএ পাবে শিক্ষা কর্মীরা। ১০ শতাংশ হারে বৃদ্ধির পর তা বেড়ে দাঁড়িয়েছে এবার ১৬১ শতাংশ।

আরও পড়ুন: প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, তবে …! বড় রায় কলকাতা হাইকোর্টের

এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেছেন, অনেকবার শিক্ষা দফতর এবং নবান্নে দিয়ে স্কুলগুলির প্রাপ্য ডিএ নিয়ে কোন্দল হয়েছে। অথচ ঘোষণার পর দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ১০% ডিএ বাকি থাকল, যা ২০২৫ সালের এপ্রিল মাস থেকে প্রাপ্য। যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার কথা তা কার্যকর করতে পারেনি স্কুল শিক্ষা দফতর। রাজ্যের ডিএ প্রাপ্য স্কুলের সংখ্যা মোটামুটি ৪০ থেকে ৪৫টি। সমস্ত স্কুলগুলি শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পায়। আর মূল বেতন স্কুলের পরিচালন সমিতি দিয়ে থাকে। সেই সূত্রে প্রাপ্য টাকা কবে মেটানো হবে তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন।

Leave a Comment