‘শিক্ষক হতে পারবেন না, কিন্তু গ্রুপ সি-তে যাতে হয় …’ চাকরিহারাদের উদ্দেশে বড় বার্তা মমতার

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার শিক্ষক দিবসের প্রাক্কালে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! জানা গিয়েছে খুব শীঘ্রই গ্রুপ সি-তে চাকরি করার বড় সুযোগ করে দিতে চলেছেন তিনি। ২০১৬-র শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দাগি চাকরি প্রার্থীদের পরীক্ষায় না বসার নির্দেশ প্রথম থেকেই দিয়ে এসেছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, যাঁদের নাম কালো তালিকায় রয়েছে, তাঁরা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না। ফলস্বরূপ ঘোর অনিশ্চয়তা নেমে এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এমতাবস্থায় সেই অন্ধকারে আলোর আশ্বাস নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। নিলেন বড় সিদ্ধান্ত।

শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে মমতা

তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলের পোস্ট সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার, সকালে শিক্ষক দিবসের প্রাক্কালে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয়েছিল শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবর্ধনা দেওয়া হল ২০২৫ সালের কৃতী ছাত্রছাত্রীদের, পাশাপাশি অনুষ্ঠানে সেরা ১২টি স্কুলকে শিক্ষা ও খেলাধূলায় উৎকর্ষের জন্য পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এই অনুষ্ঠানে শিক্ষারত্ন দেওয়া হয়েছে ৭৩ জন শিক্ষককে। মানপত্র, শাল, ঘড়ি, স্মারক, বই এবং ২৫ হাজার টাকা দিয়ে সকলকে পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

গ্রুপ সি, গ্রুপ ডি-র পরীক্ষা নিয়ে বড় নির্দেশ মমতার

এদিন শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, নৈতিকতা আর মূল্যবোধও শেখান ছাত্রছাত্রীদের। তাহলেই আগামী প্রজন্ম সঠিক পথে এগোবে।” কিন্তু এসব কিছুর মাঝেই শিক্ষক নিয়োগ নিয়ে চিন্তিত হয়ে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‌যাঁরা দশ বছর চাকরি করেছেন, তাঁরাও আজ অযোগ্য প্রমাণিত হয়েছেন। আমি আইনি পরামর্শ নিচ্ছি। হয়তো শিক্ষক তাঁরা হতে পারবেন না, কিন্তু তাঁরা যাতে অন্তত গ্রুপ সি–র চাকরি পান, তার ব্যবস্থা করার চেষ্টা করছি। আমাদের সরকার মানবিক সরকার। শিক্ষকদের অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা জানাচ্ছি।’

এখানেই শেষ নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে, ‘‌বাকি রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ। তাঁদের জন্য আদালত বলেছিল অন্য জায়গায় তাঁরা কাজ করতে পারেন। সেটার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি আমরা। আশা করছি আদালতের এই প্রক্রিয়াটা মিটে যাবে দু’তিন মাসের মধ্যে। সেটা হয়ে গেলেই গ্রুপ সি, গ্রুপ ডি-র পরীক্ষাটা হবে।”

বিরোধীদের কটাক্ষ মমতার!

এসএসসি দূর্নীতির প্রসঙ্গ উঠতেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিরোধীদের কটাক্ষ করে বলেন, “আমরা নিয়োগ করতে গেলেই কেউ না কেউ কোর্টে গিয়ে স্টে করিয়ে দেয়। এক সেকেন্ডে স্টে হয়ে যায়, অথচ হাজার হাজার মানুষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে বিচারকের হাতে। চাকরি হারানো মানুষগুলোর জন্য আমার খুবই খারাপ লাগে।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে, ”যাঁদের চাকরি বাতিল হয়েছে, অথচ যাঁরা ‘আনটেন্ডেড’ অর্থাৎ স্পষ্টভাবে কোনও দুর্নীতির অভিযোগে নাম নেই, তাঁদের জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে তাঁদের বয়সে ছাড় দেওয়া হয়েছে, এবং অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।” সবমিলিয়ে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল, আদালতের রায় এই জটিল আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবারের বার্তা অনেকের কাছেই এক নতুন দিশা দেখাচ্ছে। তবে সেই বার্তায় অসন্তোষ প্রকাশ করেছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।

আরও পড়ুন: ‘এত জীবন ধ্বংস করেও সওয়াল?’ দাগিদের কথা বলে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত রাজ্য সরকার

বৃহস্পতিবার, চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেন, “সকল যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিকতা সহ। এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, যোগ্যতার তালিকা প্রকাশিত হলে, পরীক্ষার প্রয়োজনীয়তা থাকত না। অনেক চাকরিপ্রার্থী আছেন, যাঁরা পরীক্ষায় বসতে পারেননি। রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী পরীক্ষা স্থগিত করুন। নতুনদের সঙ্গে পুরনো চাকরিপ্রার্থীদের পরীক্ষায় বসিয়ে দিয়ে ২০২৬ সালের নির্বাচনী বৈতরণীর পার হওয়ার প্রচেষ্টা মাত্র।” কটাক্ষ করতে ছাড়েনী বিজেপিও। বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, “আজ যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী একমাত্র তৃণমূল। গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়ায় এই পরিস্থিতি।”

Leave a Comment