সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ ডিসেম্বর, বুধবার। স্কুলে মদের আসর, ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল, নতুন এসি লোকাল, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) খড়গপুর-মোড়গ্রাম এক্সপ্রেসওয়ে নিয়ে আপডেট
শুরু হল খড়গপুর-মোড়গ্রাম এক্সপ্রেসয়য়ের প্রকল্পের অগ্রগতি। ২৩১ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের গ্রিনফিল্ড রাস্তা HAM মডেলে তৈরি হবে। আর এখানে মোটামুটি ১০,২৪৭ কোটি টাকার ব্যয় করা হবে। কংসাবতীর কাছে ক্যাপ ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে জোরকদমে এবং বহু লড়ি সামগ্রী সহ পৌঁছেছে। পাশাপাশি বাটি টেস্টিং এবং অন্যান্য কাজ চলছে। পূর্ব বর্ধমানের প্রায় ৯৮০ একর জমি অধিগ্রহণ করা হবে। আর সেই রাস্তা যাবে খণ্ডঘোষ-গলসি-ভাতার-মঙ্গলকোট-কেতুগ্রাম হয়ে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মালদহের সরকারি স্কুলে মদের আসর
মালদার ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্কুলে নেই কোনও গেট, রান্নাঘর, শৌচাগার এবং বিদ্যুৎ। শিক্ষক-শিক্ষার্থীদের শৌচকাজ করতে যেতে হয় ঝোপে। আর চারিদিকে পড়ে থাকে মদের বোতল। প্রায়দিনই বসে মদের আড্ডা। অভিযোগ উঠছে, প্রশাসনকে জানানো হলেও সেরকম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করতে ছাড়েনি। একসময় ১২০ জন পড়ুয়া থাকলেও এখন সংখ্যা বেশ কম। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ডিমের দাম বাড়ার কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শীত শুরু হতেই ডিমের দাম হু হু করে প্রতি পিস বেড়ে এবার ৮ টাকায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিমের এই মূল্য বৃদ্ধির জন্য এবার সরাসরি কেন্দ্রকে দায়ী করলেন। তাঁর অভিযোগ, ভুট্টা এবং অন্যান্য ফিডের দাম কেন্দ্র ধারাবাহিকভাবে বাড়াচ্ছে। যার ফলে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা ফিডের মূল্য ৩ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন। আর রাজ্য ভুট্টা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কেন্দ্রীয় নীতির কারণে দাম নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) শিক্ষক ও শিক্ষা কর্মীদের ডিএ বাড়ল ১০%
রাজ্য শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য ১০% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে স্কুল শিক্ষা দফতর। এতদিন অর্থ দফতরের অনুমোদন না মেলার কারণে ভাতা পাওয়া আটকে ছিল। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রোপা ২০০৯ অনুযায়ী ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বকেয়া ডিএ দেওয়া হবে। ফলে মোট ডিএ দাঁড়াবে এবার ১৬১%। কিন্তু এখনো ২০২৫ সালের এপ্রিল মাস থেকে প্রাপ্য আরও ১০% বাকি থেকে যাচ্ছে। শিক্ষা সংগঠন জানাচ্ছে, এখনও অনেক স্কুলে ভাতা কার্যকর না হওয়ার কারণে কবে মিটবে তা নিয়ে প্রশ্ন থাকছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) প্রাথমিক নিয়োগ মামলায় স্বস্তি পেল ৩২ হাজার শিক্ষক
কলকাতা হাইকোর্ট প্রাথমিক নিয়োগ মামলায় এবার বিরাট রায় দিল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকতার চাকরি বহাল করা হল। এর ফলে শিক্ষকরা স্বস্তি পেলেও দুর্নীতির তদন্ত চলবে বলে জানা গিয়েছে। ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি এবং পরে প্রাথমিক নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা থেকে জটিলতা সৃষ্টি হয়। আর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানিয়েছে, এত জনকে একসঙ্গে বরখাস্ত করলে শিক্ষা ব্যবস্থায় ভিন্নতা ঘটবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ওবিসি তালিকা থেকে ৩৫টি সম্প্রদায় বাদ
পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে এবার নতুন বিতর্ক। হাইকোর্টের রায় অনুযায়ী, ২০১০ এর পর তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের ওবিসি অবৈধ ঘোষিত হওয়ার পর জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন কেন্দ্রীয় তালিকা থেকে পশ্চিমবঙ্গের মোট ৩৫টি মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়ার সুপারিশ করেছে। কারণ, এই সমস্ত সম্প্রদায়কে ধর্মের ভিত্তিতে ওবিসি ঘোষণা করা হয়েছিল এবং তারা সরকারের থেকে সুবিধা নিচ্ছিল। এ নিয়ে রাজনৈতিক মহলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ইপিএফও-তে বেতন সীমা ৩০,০০০ টাকা
সংসদের শীতকালীন অধিবেশনে ইপিএফও বাধ্যতামূলক অবদানের বেতন সীমা এবার ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা বাড়ানোর প্রসঙ্গ তোলা হয়েছে। উত্তরে শ্রম মন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, এই সীমা সংশোধনের আগে ট্রেড ইউনিয়ন এবং শিল্প সংস্থা সহ সমস্ত অংশীদারদের সঙ্গে আলোচনা দরকার। কারণ, সীমা বাড়লে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ের উপর আর্থিক চাপ পড়বে। বর্তমানে ১৫,০০০ টাকা পর্যন্ত বেতনে ইপিএফ বাধ্যতামূলক। এর উপরে অবদান স্বেচ্ছাধীন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি
দিনের পর দিন তলানি ঠেকে এবার সর্বনিম্ন স্তরে পৌছল ভারতীয় রুপি। মার্কিন ডলার বিপরীতে এবার দাম দাঁড়িয়েছে ৯০.১৬ টাকা। আজ দিনে শুরু হয়েছিল ৮৯.৬৬ টাকা দিয়ে। তবে তা দ্রুত নেমে ৯১ এর গণ্ডি পেরিয়ে অর্থনৈতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগ হ্রাস, ভারত-আমেরিকার বাণিজ্য অনিশ্চয়তা এবং ধারাবাহিক পুঁজি হ্রাস দিনের পর দিন রুপিকে দুর্বল করা তুলছে। এদিকে আরবিআই যদি সাপোর্ট কমায়, তাহলে রুপি ৯১ টাকার নীচে নামতে পারে। আর ৫ ডিসেম্বর আরবিআই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) পাইলটকে বাঁচাতে হাই-স্পিড রকেট স্লেড ইজেকশন টেস্ট ডিআরডিও’র
ডিআরডিও সফলভাবে হাই স্পিড রকেট স্লেড ইজেকশন সিস্টেম পরীক্ষা সম্পন্ন করল, যা জরুরী পরিস্থিতিতে ফাইটার প্লেন থেকে পাইলটকে নিরাপদে বের করে আনবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবে। আর সেখানে দুটি রকেট স্লেড, ফাইটার এয়ারক্রাফটের সামনের অংশ এবং মাল্টি-স্টেজ সলিড রকেট ব্যবহার করা হয়েছে। ডায়নামিক অবস্থায় ইজেকশন টেস্ট করার দক্ষতা অর্জন করে ভারত এবার এলিট ক্লাবে প্রবেশ করেছে। এই পরীক্ষায় ডিআরডিও কর্মকর্তারাও উপস্থিত ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) শিয়ালদা বিভাগে নতুন এসি লোকাল
শিয়ালদা বিভাগে নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল। আগামীকাল অর্থাৎ ৪ ডিসেম্বর থেকে শিয়ালদা – কল্যাণীর মধ্যে এই এসি লোকাল চালু হচ্ছে। আর ৭ ডিসেম্বর শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল চালু হবে। শিয়ালদা থেকে কল্যাণীর ট্রেন বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে। শিয়ালদা-কৃষ্ণনগর পরিষেবায় শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, অফিস যাত্রীদের জন্য বিশেষ উপকারে আসবে। যদিও এসি লোকালের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন