সহেলি মিত্র, কলকাতাঃ রেলের এক বিরাট ঘোষণায় খুশি হয়ে গেলেন রেল যাত্রীরা। এমনিতে সম্প্রতি পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছিল যে শিয়ালদা এবং বারাণসীর মধ্যে অমৃত ভারত ট্রেন চালানো হবে। তবে এবার বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন থেকে বারাণসী অবধি অমৃত ভারত স্পেশালের আয়োজন করা হয়েছে বলে খবর। নিশ্চয়ই ভাবছেন কোন স্টেশন? তাহলে জানিয়ে রাখি, এবার সাঁতরাগাছি থেকেও অমৃত ভারত ট্রেন (Santragachi Amrit Bharat Express) ছুটবে বারাণসীর উদ্দেশ্যে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
এবার সাঁতরাগাছি থেকেও বারাণসী অবধি ছুটবে অমৃত ভারত?
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদা এবং বারাণসীর মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবা অর্থাৎ ট্রেন নম্নর ২২৫৮৮ এবং ২২৫৮৭ বারাণসী-শিয়ালদা-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করা হবে। এছাড়াও একটি উদ্বোধনী স্পেশাল ট্রেন তথা ট্রেন নম্বর ০৩১৪১ সাঁতরাগাছি-বারাণসী অমৃত ভারত উদ্বোধনী স্পেশাল সাঁতরাগাছি থেকে আগামী ১৮ জানুয়ারি দুপুর ২:৪৫ মিনিটে যাত্রা শুরু করবে।
আরও পড়ুনঃ জয়রামবাটি থেকে এক ট্রেনে বাঁকুড়া, উদ্বোধন হবে নয়া রেললাইনের, সময়সূচি দিল রেল
ট্রেনের স্টপেজ ও সময়সূচী
জানা গিয়েছে, ট্রেনটি যাত্রাকালে সাঁতরাগাছি থেকে দুর্গাপুর, আসানসোল জংশন, মধুপুর জংশন, জসিডি জংশন, পাটনা, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং বারাণসীতে থামবে। ট্রেনটিতে আপনি ৮টি জেনারেল কামরা, ৮টি স্লিপার ক্লাস, ২টি পাওয়ার কার পেয়ে যাবেন। অর্থাৎ ট্রেনটি মোট ১৮ কোচের হতে চলেছে।
সাঁতরাগাছি-বেনারস অমৃত ভারত স্পেশালের উদ্বোধনী যাত্রা
सांतरागाछी-बनारस अमृत भारत स्पेशल की उद्घाटन यात्रा
Inaugural run of Santragachi-Banaras Amrit Bharat Special pic.twitter.com/TPUmHvR9Zc
— Eastern Railway (@EasternRailway) January 14, 2026
আরও পড়ুনঃ ৫০% অংশীদারিত্ব রয়েছে ভারতের! এই দেশে মিলল কাঁচা তেলের বিরাট ভান্ডারের হদিশ
একগুচ্ছ ট্রেন উপহার পেতে চলেছে দেশ
রেলের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি পাঁচটি নতুন ‘অমৃত ভারত’ এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। এই আধুনিক ট্রেনগুলি হাওড়া, আনন্দ বিহার, বারাণসী, শিয়ালদহ, মুম্বাই এবং উত্তর-পূর্ব ভারতের প্রধান শহরগুলিকে সংযুক্ত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ট্রেনগুলির সূচনা করবেন। এই ট্রেনগুলি কেবল রেল যাত্রীদের জন্য ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলবে না বরং নয়াদিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ উন্নত করবে।