সৌভিক মুখার্জী, গোবরডাঙা: আপনি যদি পূর্ব রেলের নিয়মিত যাত্রী হন, তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ, শিয়ালদা-বনগাঁ লাইনের সব ট্রেন নাকি এবার বনগাঁ লোকাল (Sealdah Bongaon Local) হবে! হ্যাঁ, এমনটাই পরিকল্পনা করছে পূর্ব রেল। আর নতুন পরিকল্পনায় লোকাল ট্রেনে ভ্রমণ করা নিত্যযাত্রীদের জন্য আসবে বিরাট বদল। জানা গিয়েছে, শিয়ালদা-বনগাঁ রুটের বেশিরভাগ লোকাল ট্রেন এবার বনগাঁ পর্যন্তই যাবে। আর কম দূরত্বের লোকালগুলি সব বাতিল করা হবে।
পূর্ব রেলের তরফ থেকে কী জানানো হয়েছে?
সম্প্রতি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আপাতত বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে। প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে কিছু ট্রেন চালানো হবে। প্রতিক্রিয়া পাওয়া গেলে সমস্ত লোকালগুলিকে বনগাঁ পর্যন্ত চালানো হবে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগরের মতো লোকালগুলি বনগাঁ পর্যন্ত চালানো হবে। শিয়ালদা থেকে এবার সরাসরি বনগাঁ পর্যন্ত যাবে এই ট্রেনগুলি। ফলে দিনে আরও বেশি সংখ্যক বনগাঁ লোকাল পাবে যাত্রীরা, এবং ভিড়ের পরিমাণ অনেকটাই কমবে। কারণ, এখন ৪০ থেকে ৫০ মিনিট শিয়ালদা-বনগাঁ লোকালের জন্য অপেক্ষা করতে হয়। তবে সেই সময় কমে ২০ থেকে ৩০ মিনিট চলে আসবে। কিন্তু জানা যাচ্ছে, বারাসাত পর্যন্ত লোকালগুলিকে এই পরিকল্পনার আওতায় আনা হবে না।
আরও পড়ুন: ৩০ দিনের ফ্রি ট্রায়াল! ভারতে Starlink-এর প্ল্যানের দাম ও ওয়েবসাইট ঘোষণা
এই খবর সামনে আসতেই নিত্যযাত্রীরা বলছে, রেলের এই সিদ্ধান্তে বনগাঁগামীরা উপকৃত হবে। বনগাঁ থেকে নিয়মিত ২০ মিনিট অন্তর শিয়ালদার উদ্দেশ্যে বা শিয়ালদা থেকে নিয়মিত ২০ মিনিট অন্তর বনগাঁর উদ্দেশ্যে ট্রেন চালানো হলে যাত্রীদের চাপ অনেকটাই কমবে। কারণ, অনেকটা মেট্রোর মতোই কাজ করবে এই ব্যবস্থা। ফলে অতিরিক্ত ভিড় হওয়ার কোনও সুযোগ থাকবে না। উল্লেখ্য, বর্তমানে শিয়ালদা-বনগাঁ রুটে ২৭টি লোকাল চলে, আর শিয়ালদা-হাবড়া লোকাল চলে ৫টি। এছাড়া গোবরডাঙা লোকাল চলে ৩টি এবং ঠাকুরনগর লোকাল চলে ১টি। তবে সব লোকাল যদি এবার বনগাঁ পর্যন্ত যায়, তাহলে ভিড়ের পরিমান যে অনেকটাই কমবে তা বলার অপেক্ষা রাখে না।