শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর, এসি লোকালের সংখ্যা বাড়াবে পূর্ব রেল

Sealdah AC Local

সহেলি মিত্র, কলকাতা: শিয়ালদা ডিভিশনের (Sealdah) রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরী খবর। এবার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে এই বিভাগে আরো বেশ কিছু এসি লোকাল ট্রেন দিতে পারে পূর্ব রেল বলে শোনা যাচ্ছে। এই শীতের সময়ে যাত্রী সংখ্যা কিছুটা ঘাটতি থাকলেও লোকাল ট্রেনের সংখ্যা যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বৃদ্ধি করা হতে পারে বলে খবর। শুধু শিয়ালদা বিভাগই নয় হাওড়া ডিভিশনেও ছুটতে পারে এসি লোকাল ট্রেন বলে সূত্রের খবর।

এসি লোকালে বাড়ছে যাত্রী সংখ্যা

এমনিতে এসি লোকাল ট্রেন চালু হবার পর থেকে যাত্রীদের আগ্রহ দেখার মতো। বর্তমানে মোট চারটি রুটে এসি লোকাল ছুটছে। শিয়ালদা-বনগাঁ-রানাঘাট, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-কল্যাণী এবং শিয়ালদা কৃষ্ণনগর সিটির মধ্যে চলছে এসি লোকাল পরিষেবা। শোনা যাচ্ছে, এই এসি লোকাল ট্রেনের প্রতি যাত্রীদের আগ্রহ দেখে রিল আগামী দিনে চালু রোটগুলিতে এমন লোকালের সংখ্যা বাড়াতে পারে। ইতিমধ্যেই নাকি এসি রেকের জন্য রেল বোর্ডের কাছে দাবি জানিয়ে রেখেছে পূর্ব রেল। এই নতুন রেকগুলি পেতে পারে হাওড়া ডিভিশন, সেই সঙ্গে পেতে পারে শিয়ালদা ডিভিশন।

আরও পড়ুনঃ জানুয়ারিতে কর্মী ও পেনশনভোগীদের জন্য আসছে সুখবর? এতটা বাড়তে পারে DA

সূত্রে খবর বর্তমানে চালু থাকা শিয়ালদা বনগাঁ রানাঘাট শাখায় এসি লোকাল চালিয়ে ভালো সাড়া পেয়েছে রেল। এই ট্রেন রুটে প্রায় ১০০ শতাংশের বেশি যাত্রী নিয়ে সফর করছে বলে এই সূত্রে খবর অন্যদিকে শিয়ালদা রানাঘাট এসি লোকালের ক্ষেত্রে ও জাতির সংখ্যার হার মোটের ওপর ৮০ থেকে ৯০% এর মধ্যে ঘোরাফেরা করছে। যদিও পর্যটক নির্ভর শিয়ালদা কৃষ্ণনগর সিটি এসি লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা অনেকটাই কম। তবে এই শীতের মরসুমে যাত্রী সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে আশাবাদী রেল।

আরও ট্রেন দেওয়ার ভাবনা রেলের

শুধু তাই নয় সম্প্রতি চালু হয়েছে শিয়ালদা কল্যাণী রোড এই রুটেও যাত্রীদের ইতিবাচক সাড়া মেরেছে বলে জানতে পেরেছে রেল। এই না পরিস্থিতিতে চালু থাকা রুটে এবং নতুন কিছু রুটে আরও ট্রেন চালানোর কথা ভাবছে রেল।

Leave a Comment