শিয়ালদা ডিভিশনের লাইনে ইস্পাতের বিশেষ বেড়া বসাচ্ছে পূর্ব রেল

Sealdah

সহেলি মিত্র, কলকাতাঃ এখনও বাংলায় পাকাপাকিভাবে শীত পড়েনি। তারই মধ্যে ঘন কুয়াশায় ঢাকতে শুরু করেছে বহু জায়গা। এই ঘন কুয়াশার মধ্যে ট্রেন চালানো মুখের কথা নয়। দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। একদিকে যেমন ট্রেনের ভেতরের মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে তেমনই বিভিন্ন রেল ক্রসিং-এ যাতায়াতকারী মানুষেরও থাকে প্রাণের আশঙ্কা। এমনিতেই লাইন পারাপারের সময়ে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে রেলের। ফলে আগামী দিনে এই দুর্ঘটনা রোধে উদ্যোগ নিল পূর্ব রেল।

দুর্ঘটনা এড়াতে ইস্পাতের বেড়া দেবে শিয়ালদহ ডিভিশন

নিশ্চয়ই ভাবছেন কী উদ্যোগ নিয়েছে পূর্ব রেল? জানা গিয়েছে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah railway division) বিভিন্ন রেল স্টেশন ছাড়াও জনবহুল এলাকায় লাইন পারাপার ঠেকাতে ইস্পাতের গার্ডার বসিয়ে বিশেষ ধরনের বেড়া দেওয়ার কথা বিবেচনা করছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরোর এক রিপোর্ট অনুযায়ী, সারা দেশে ২০২৩ সালে রেলে দুর্ঘটনার হার বেড়েছে ৬.৭ শতাংশ হারে। ২০২৩ সালে রেলে দুর্ঘটনায় মৃতের সংখ্যার ৭২.৮ শতাংশই মারা গিয়েছেন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে, ট্রেন থেকে পড়ে অথবা লাইনে কাটা পড়ে।

শুরু সমীক্ষা

উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গের এই শিয়ালদা বিভাগেই বেশি মৃত্যুর সংখ্যা রয়েছে। বহু ফুটব্রিজ, আন্ডারপাস তৈরি করার পরেও সাধারণ মানুষ সময় বাঁচাতে সেই রেললাইনের ওপর দিয়েই পারাপার করছেন। তবে আর নয়, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে রেল ইস্পাতের গার্ডার বসিয়ে বিশেষ ধরণের বেড়া দেবে। ইতিমধ্যে শুরু হয়েছে সমীক্ষা। সূত্রের খবর, প্রাথমিকভাবে যাদবপুরে প্রথম বেড়া দেওয়ার কাজ শুরু হচ্ছে।

পরবর্তীকালে সোনারপুর, ঢাকুরিয়া, বারুইপুর, বারাসত, সোদপুর-সহ বিভিন্ন স্টেশনের ক্ষেত্রে বেড়া বসানোর কথা ভেবে দেখবে রেল বলে খবর। এদিকে আসন্ন শীতকালের কথা ভেবে ঘন কুয়াশা সত্ত্বেও ট্রেন চলাচল নিরাপদ করার জন্য, শিয়ালদহ বিভাগ বিশেষভাবে সিগন্যালের দৃশ্যমানতার উপর জোর দিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রতিটি লোকো পাইলটকে প্রয়োজনীয় নির্দেশিকা পয়েন্টগুলি স্পষ্ট এবং তাৎক্ষণিকভাবে দেখা নিশ্চিত করা, যাতে সমস্ত বিদ্যমান সিগন্যাল লাইটগুলি সর্বোচ্চ উজ্জ্বলতায় কাজ করছে কিনা তা পরীক্ষা করা হয়। এরইসঙ্গে সিগন্যাল সাইটিং বোর্ড এবং ওয়াটার/এল বোর্ডের মতো গুরুত্বপূর্ণ সতর্কতা চিহ্নগুলি পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ করা হচ্ছে – যার মধ্যে রয়েছে উজ্জ্বল রঙ এবং স্ট্রিপগুলি পরীক্ষা করা। এগুলি নিখুঁতভাবে অবস্থিত এবং প্রতিফলিত হচ্ছে কিনা তাও বারবার পরীক্ষা করা হবে।

Leave a Comment