সহেলি মিত্র, কলকাতা: শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য রইল দারুন এক সুখবর। এসে গেল আরও একটি এসি লোকাল (AC Local)। পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ শিয়ালদহ-কল্যাণী রুটে নতুন একটি এসি লোকাল চালু করেছে বলে খবর। কল্যাণী, কৃষ্ণনগর এসি ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। শিয়ালদহ থেকে কল্যাণী আপ ও ডাউন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউনে নতুন এসি ট্রেন চালু হচ্ছে।
নতুন এসি লোকালের সময়সূচি
রিপোর্ট অনুযায়ী, নতুন শিয়ালদহ-কল্যাণী এসি লোকাল সোমবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ সপ্তাহে ৬ দিন চলবে। ট্রেনটি শিয়ালদহ থেকে বিকেল ৩:১০ মিনিটে ছেড়ে কল্যাণীতে পৌঁছাবে বিকেল ৪:৩২ মিনিটে। এরপর ফিরতি পথে এসি লোকাল কল্যাণী থেকে বিকেল ৫:০২ মিনিটে ছেড়ে শিয়ালদহে সন্ধ্যা ৬:২০ মিনিটে পৌঁছাবে। যাত্রাকালে বিধাননগর, দমদম, ব্যারাকপুর, নৈহাটি এবং কাঁচরাপাড়া সহ নয়টি স্টেশনে থামবে। রেল কর্মকর্তারা জানিয়েছেন যে পরিষেবাটি কল্যাণীতে অত্যন্ত প্রয়োজনীয়। এই ট্রেন এখানে উচ্চমানের সংযোগ প্রদান করবে। জায়গাটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও চিকিৎসা হাব।
এবার রবিবারেও মিলবে এই রুটের এসি লোকাল সার্ভিস
অন্যদিকে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল এখন রবিবারও চলবে। রবিবার, এটি শিয়ালদহ থেকে সকাল ১১:৫৫ মিনিটে ছেড়ে দুপুর ২:২০ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে, এরপর ফিরতি পথে বিকেল ৩:৫৭ মিনিটে ফিরে এসে শিয়ালদহে পৌঁছাবে সন্ধ্যা ৬:২০ মিনিটে। সোমবার-শনিবারের সময়সূচী অপরিবর্তিত থাকবে।
আরও ৩টি রুটে মিলতে পারে AC লোকাল!
মেট্রো যাত্রীদের জন্য শেষ বিন্দু পর্যন্ত যোগাযোগ উন্নত করার জন্য, দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁও লোকাল প্রতিদিন রাত ৮:০৫ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাবে। বনগাঁও থেকে বারাসাত পর্যন্ত আরেকটি নতুন পরিষেবা চলবে, রাত ১০ টায়। শিয়ালদা বিভাগটি তিনটি বিদ্যমান পরিষেবা সম্প্রসারণের প্রস্তাবও করেছে। একটি বিবাদি ব্যাগ-ব্যারাকপুর লোকাল কল্যাণী পর্যন্ত সম্প্রসারিত করা যেতে পারে, অন্যদিকে একটি ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে শুরু করার প্রস্তাব করা হয়েছে। একটি হাসনাবাদ-বারাসাত লোকাল দমদম সেনানিবাস পর্যন্তও সম্প্রসারিত করা যেতে পারে।