সহেলি মিত্র, কলকাতাঃ শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য রইল জরুরি খবর। ফের একবার বহু ট্রেন নিয়ন্ত্রণ (Sealdah Traffic Block) করতে চলেছে পূর্ব রেল। এই বিষয়ে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।আর এই বিজ্ঞপ্তি দেখে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। ট্রেন বাতিল হবে না তো? এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাহলে চলুন বিশদে জেনে নেবেন কী বলা আছে রেলের বিজ্ঞপ্তিতে।
শিয়ালদা ডিভিশনে ফের ব্লক রেলের
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শনিবার থেকেই বেশ কিছু ট্রেন চলাচল করা হবে। আর যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের উপর। রেলের তরফে জানানো হয়েছে, ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুইপমেন্ট কাজের জন্য ২৩/২৪ আগস্ট (শনিবার/রবিবার) মধ্যবর্তী রাতে শিয়ালদা স্টেশনে ২ ঘণ্টা ৩০ মিনিটের জন্য পাওয়ার এবং ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে।
এই পাওয়ার ও ট্র্যাফিক ব্লকের সময় হল ০০:৪৫ থেকে রাত ৩:১৫ মিনিট অবধি। এর ফলে বেশ কিছু ট্রেনের চলাচলের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন নম্বর ৩১৫৪২ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল ২৩ আগস্ট ব্যারাকপু অবধি যাত্রা শেষ করবে। অন্যদিকে ট্রেন নম্বর ৩১৫১১ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল ২৪ আগস্ট রবিবার ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
কোন ট্রেন নিয়ন্ত্রণ করা হবে?
এবার আসা যাক কোন ট্রেন নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ১৩১০৬ ডাউন বালিকা-শিয়ালদা এক্সপ্রেস ২৪ আগস্ট রবিবার পথিমধ্যে ১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে। ব্লক চলাকালীন ট্রেন চলাচলে দেরি হতে পারে। এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে রেল।