সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের নিত্যযাত্রী? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। নতুন করেই দুই বিভাগে উন্নয়নমূলক কাজের জন্য বেশ কিছু ট্রেন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে সেই সঙ্গে কিছু ট্রেন আবার বাতিল (Train Cancelled) করা হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। এমনিতে নভেম্বর মাসে শুরুর দিক থেকে রেল যাত্রীদের মাথায় হাত পড়েছে বহু ট্রেন কয়েক ঘন্টা দেরিতে চলছে তো আবার কিছু ট্রেন ভুল পথে চালানো হচ্ছে আবার বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ফলের সমস্যার শেষ নেই যাত্রীদের এসবের মাঝেই আরও একবার বড় ঘোষণা করল পূর্ব রেল।
হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ
প্রথমে আসা যাক হাওড়া ডিভিশনের ক্ষেত্রে। পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের সাঁইথিয়া স্টেশনের নতুন মেশিন সাইডিং ও প্লাটফর্ম নম্বর ১-এর সম্প্রসারণ সংক্রান্ত কাজের জন্য ১২ নভেম্বর বুধবার থেকে ২৪ নভেম্বর সোমবার পর্যন্ত টানা ১২ দিনের ট্রাফিক কাম পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যে কারণে নিয়ন্ত্রিত হবে বহু ট্রেন। এই যেমন ট্রেন নম্বর ৬৩৫৩৭ অন্ডাল সাঁইথিয়া মেমু ট্রেন ১১,১২,১৬,১৭,১৮ এবং ১৯ নভেম্বর কুনুরিতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।

অপরদিকে ট্রেন নম্বর ৬৩৫৩২ সাঁইথিয়া অন্ডাল মেমু ১২ নভেম্বর, ১৩ নভেম্বর, ১৭ নভেম্বর, ১৮ নভেম্বর ১৯ নভেম্বর এবং ২০ নভেম্বর কুনুরি থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। অপরদিকে ট্রেন নম্বর ১৫৬৩৯ পুরী কামাখ্যা এক্সপ্রেস যাত্রাপথে ১৩ নভেম্বর ৪৫ মিনিটের জন্য এবং ১৯ নভেম্বর ১ ঘন্টার জন্য নিয়ন্ত্রিত হবে। সেই সঙ্গে ১৫৬৬১ কামাখ্যা এক্সপ্রেস যাত্রাপথে ১৩ নভেম্বর ৪৫ মিনিটের জন্য এবং ২০ নভেম্বর ১ ঘন্টার জন্য নিয়ন্ত্রিত হবে। এর পাশাপাশি ট্রেন নম্বর ১৫৬৬২ কামাখ্যা রাঁচি এক্সপ্রেস যাত্রাপথে ১৯ নভেম্বর ১ ঘন্টার জন্য নিয়ন্ত্রিত হবে এবং ট্রেন নম্বর ১২৫৫২ কামাখ্যা এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস যাত্রাপথে ২০ নভেম্বর ৫০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
শিয়ালদা বিভাগে বাতিল বহু ট্রেন
অপরদিকে শিয়ালদা ডিভিশনের শিয়ালদা অভিধান নগর স্টেশনের মধ্যে ব্রিজ নং (কিমি ০/১৮ভি-০/৩১ভি)-এর লাইন নং ৫-এ ১১ নভেম্বর রাত ১১:৪৫ মিনিট থেকে ১২ নভেম্বর ভোর তিনটে ৩০ মিনিট অবধি টানা তিন ঘন্টা রাত ১১:৪৫ মিনিট থেকে ১২ নভেম্বর ভোর ৩:৩০ মিনিট অবধি টানা ৩ ঘন্টা ৪৫ মিনিটের ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। যার দরুন ৩১ চাচার সাত আপ শিয়ালদা নৈহাটি লোকাল ট্রেন নম্বর ৩১৪৫০ ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল, ৩২৪৯৮ শিয়ালদা ডানকুনি লোকাল এবং ৩২৫২ ডাউন ডানকুনি শিয়ালদা লোকাল বাতিল থাকবে।

সেই সঙ্গে ৩১৫৪-২ ডাউন শান্তিপুর শিয়ালদা লোকাল ব্যারাকপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩১৫১১ শিয়ালদা শান্তিপুর লোকাল ১২ নভেম্বর বুধবার ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। রেলের তরফে আরো জানানো হয়েছে ১৩১০৬ ডাউন বালিয় শিয়ালদা এক্সপ্রেস ১২ই নভেম্বর বুধবার যাত্রাপথে ১ ঘন্টা ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।