সহেলি মিত্র, কলকাতা: সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি শিয়ালদা ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য। এবার যাত্রীদের চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে এই শিয়ালদা বিভাগে আরও একটি এসি লোকাল (AC Local) ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে নতুন এসি লোকাল ট্রেন দেওয়া হল? কবে থেকেই বা চলবে? চলুন বিশদে জেনে নেবেন সবটা।
শিয়ালদা বিভাগে নতুন এসি লোকালের ঘোষণা রেলের
জানা গিয়ছে, পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ ৪ ডিসেম্বর থেকে শিয়ালদহ এবং কল্যাণীর মধ্যে একটি নতুন এসি ইএমইউ লোকাল (Sealdah Kalyani AC Local) চালু করবে। সেইসঙ্গে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল ৭ ডিসেম্বর থেকে রবিবার থেকে পরিষেবা শুরু করবে। আর এই পরিষেবা সপ্তাহে ৭ দিনই মিলবে বলে রেল সূত্রে খবর।
জানুন সময়সীমা
শিয়ালদহ-কল্যাণী এসি লোকাল সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে, শিয়ালদহ থেকে বিকেল ৩.৩৫ মিনিটে ছেড়ে কল্যাণীতে পৌঁছাবে ৪.৫২ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি কল্যাণী থেকে বিকেল ৫.০২ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে সন্ধ্যা ৬.২০ মিনিটে। রেল কর্তারা জানিয়েছেন, এই পরিষেবাটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থী, কল্যাণী এইমসে যাওয়া রোগী এবং শহরে এবং তার আশেপাশে কর্মরত অফিসগামীদের জন্য উপকারী হবে বলে আশা করা হচ্ছে।
৭ ডিসেম্বর থেকে, শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল রবিবার চলবে, যদিও অন্যান্য দিনের থেকে আলাদা সময়সূচীতে। রবিবার, এটি শিয়ালদহ থেকে সকাল ১১.৫৫ মিনিটে ছেড়ে কৃষ্ণনগরে দুপুর ২.১১ মিনিটে পৌঁছাবে। ফিরতি ট্রেনটি বিকেল ৪.০৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে সন্ধ্যা ৬.২০ মিনিটে। ট্রেনটি বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ এবং রানাঘাটে থামবে। কর্মকর্তারা জানিয়েছেন যে নতুন পরিষেবা যুক্ত হওয়ার ফলে এই রুটে এসি লোকাল সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩-এ।