সৌভিক মুখার্জী, কলকাতা: দূর্গাপুজোর আগেই বিরাট সুখবর। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এবার একসঙ্গে জোড়া এসি লোকাল (AC Local) ছুটবে। হ্যাঁ, একদিকে শিয়ালদহ থেকে বনগাঁ আর অন্যদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন, এই দুই শাখায় ছুটবে এসি লোকাল। ফলে নিত্য যাত্রীদের জন্য নিঃসন্দেহে এটি বড় স্বস্তির খবর, তা বলার অপেক্ষা রাখে না।
চলছে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল
প্রসঙ্গত, গত মাসেই চালু হয়েছে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। এই পরিষেবা শুরুর পর থেকেই সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। অনেকেই বলছে, গরমে ঘাম ঝরিয়ে অফিসে যাওয়ার থেকে এসি কামরায় যাত্রা আলাদাই স্বস্তি দিচ্ছে। আর সেই ইতিবাচক প্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই এবার পূর্ব রেল আবারও নতুন দুই রুটে এসি লোকাল নামানোর সিদ্ধান্ত নিল।
কোন কোন রুটে ছুটবে নতুন ট্রেন?
প্রথমত, শিয়ালদহ-বনগাঁ রুটে একটি নতুন এসি লোকাল চালানো হবে। ট্রেনটি শিয়ালদহ থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসাত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙ্গা, ঠাকুরনগর হয়ে একেবারে বনগাঁ পৌঁছাবে। এমনকি সেখান থেকে আবার ওই ট্রেনটি রানাঘাট পর্যন্ত ছুটবে।
দ্বিতীয়ত যে ট্রেনটি চলবে, তা হল শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল। আর এই ট্রেনটি শিয়ালদহ থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যানী, চাকদহ, রানাঘাট হয়ে একেবারে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছবে। উল্লেখ্য, পূর্ব রেল শিয়ালদহর ডিআরএম রাজীব সাক্সেনা সোমবার সাংবাদিক বৈঠকেই আনুষ্ঠানিকভাবে এই এসি লোকাল চালুর কথা ঘোষণা করেছে।
ভাড়ার তালিকা
জানা যাচ্ছে, এই দুই রুটে পরিষেবার জন্য দুটি নতুন রেক আনা হচ্ছে। পূর্ব রেল সূত্রের খবর, মেট্রোর এসির যাত্রীর সংখ্যা দিনের পর দিন যে হারে বাড়ছে, তেমনই লোকালেও সেই ধাঁচে উন্নত ব্যবস্থা করা হচ্ছে। তবে নতুন রুটে ভাড়ার তালিকাও জানিয়ে দিয়েছে পূর্ব রেল।
শিয়ালদহ-বনগাঁ রুটে—
- দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ৩৫ টাকা,
- মধ্যমগ্রাম বা বারাসাত পর্যন্ত ৬০ টাকা,
- দত্তপুকুর পর্যন্ত ৮৫ টাকা,
- হাবরা পর্যন্ত ৯০ টাকা,
- গোবরডাঙ্গা বা ঠাকুরনগর পর্যন্ত ১০৫ টাকা,
- বনগাঁ পর্যন্ত ১২০ টাকা।
শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন রুটে—
- বেলঘরিয়া পর্যন্ত ৪০ টাকা,
- সোদপুর, খড়দহ বা ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা,
- শ্যামনগর পর্যন্ত ৮৫ টাকা,
- নৈহাটি পর্যন্ত ৯০ টাকা,
- কাঁচরাপাড়া বা কল্যাণী পর্যন্ত ৯৫ টাকা,
- চাকদহ পর্যন্ত ১০৫ টাকা,
- রানাঘাট পর্যন্ত ১২০ টাকা,
- কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ১৪০ টাকা।
আরও পড়ুনঃ সেপ্টেম্বর থেকে ক্রিয়েটরদের আয় হবে দ্বিগুণ, দারুণ ফিচার চালু করল Youtube
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শেষেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এ সময় লাখ লাখ মানুষ ঠাকুর দেখার জন্য লোকাল ট্রেনের উপর ভর করবে। তবে লোকাল ট্রেনের যে ভিড় স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তা বলার অপেক্ষা রাখে না। আর ঠিক সেই সময় দুটি নতুন এসি লোকালের সূচনা নিত্যযাত্রীদের জন্য যে বিরাট সুখবর, তা বলাবাহুল্য।
শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকালের টাইম
রিপোর্ট অনুযায়ী, শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল সকাল ৯:৪৮ মিনিটে ছেড়ে গন্তব্যে পৌঁছবে ১২:০৭ মিনিটে। ফিরতি এসি লোকাল কৃষ্ণনগর থেকে দুপুর দেড়টা নাগাদ ছাড়বে এবং শিয়ালদায় এসে পৌঁছবে ৩:৪০ মিনিট নাগাদ।
বনগাঁ-শিয়ালদা এসি লোকালের টাইম
ওদিকে রানাঘাট থেকে এসি লোকাল ট্রেনটি সকাল ৭:১১ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে ৭:৫২ মিনিটে। এরপর ট্রেনটি বনগাঁ থেকে ছেড়ে সকাল ৯:৩৭ মিনিট নাগাদ শিয়ালদা পৌঁছবে। ফিরতি এসি লোকাল শিয়ালদা থেকে সন্ধ্যে ৬:১৪ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৮:০৪ নাগাদ। এরপর বনগাঁ থেকে রানাঘাটে রাত ৮:৪১ মিনিটে পৌঁছবে।