শিয়ালদা থেকে বনগাঁ, কৃষ্ণনগর রুটে এদিন থেকে ছুটবে AC লোকাল! জানাল রেল

sealdah bangaon krishnanagar ac local train

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে মিলল আরও একটা সুখবর যেটার জন্য জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন শিয়ালদা ডিভিশনের যাত্রীরা। বর্তমানে শিয়ালদা-রানাঘাট রুটে প্রথম এসি লোকাল ট্রেন (AC Local Train) চলছে। গত ১০ আগস্ট এই ট্রেনের উদ্বোধন করে পূর্ব রেল। এরপর থেকে আরও বেশ কিছু জনপ্রিয় রুটে এসি লোকালে ট্রেন চালানোর দাবি জানাচ্ছিলেন মানুষ। অবশেষে নতুন রুটে এই ট্রেন পরিষেবার ঘোষণা করল রেল। দুর্গাপুজোর আবহে রেলের এহেন সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে যাত্রীদের মধ্যে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক বাংলার কোন রুটগুলিতে আরও দুটি এসি লোকাল ট্রেনের চাকা গড়াবে।

আরও দুটি রুটি AC লোকাল ট্রেনের ঘোষণা রেলের

জানা গিয়েছে, পূর্ব রেল ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে দুটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালু করবে। আর এই বিষয়ে মঙ্গলবার শিলমোহর দিয়েছেন একজন রেল কর্মকর্তা। রেল ইতিমধ্যেই ১০ আগস্ট শিয়ালদহ-রানাঘাট রুটে তাদের প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করেছে।

এক রেল কর্তা জানিয়েছেন, “শিয়ালদহকে শহরতলির সাথে সংযুক্তকারী ব্যস্ততম দুটি রুটে যাত্রীদের জন্য একটি প্রিমিয়াম, আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য এই পরিষেবাগুলি চালু করা হচ্ছে।” তিনি আরও বলেন যে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে পরিষেবাগুলি রবিবার বাদে সপ্তাহে ছয় দিন চলবে।

মায়াপুর-ইস্কন যাওয়া আরও সহজ

রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল ট্রেনটি বিমান যাত্রীদের জন্য উপকারী হবে কারণ যাত্রীরা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে উঠতে বা নামতে পারবেন, কর্মকর্তা জানিয়েছেন। অপরদিকে যারা দীর্ঘদিন ধরে মায়াপুর-ইস্কন যাওয়ার পরিকল্পনা করে তাঁদের জন্য রয়েছে সুখবর। নতুন শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা মায়াপুর ইসকন মন্দিরে যাওয়া বা আসা পর্যটকদের জন্য ঝামেলামুক্ত এবং আরামদায়ক ভ্রমণ প্রদান করবে বলে মনে করা হচ্ছে।

ট্রেনের সময়সীমা ও স্টপেজ

প্রথম নতুন পরিষেবাটি রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ করিডোরে চলবে। রানাঘাট থেকে সকাল ৭:১১ মিনিটে এবং বনগাঁ থেকে সকাল ৭:৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৩৭ মিনিটে। ফিরতি যাত্রায়, এটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:১৪ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছাবে রাত ৮:০৪ মিনিটে এবং রানাঘাটে রাত ৮:৪১ মিনিটে শেষ হবে। শিয়ালদহ থেকে বিধাননগর রোড বা দমদমের মধ্যে ভাড়া ৩৫ টাকা, বনগাঁর জন্য ১২০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ১৫০ টাকা গুনতে হবে। শিয়ালদহ থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে যাত্রীদের ওঠানামার জন্য দাঁড়াবে।

আরও পড়ুনঃ হাত মেলাল SBI ও রেল, এবার রেল কর্মীরা এভাবে পাবেন ১ কোটি টাকা!

এরপর দ্বিতীয় এসি লোকালটি শিয়ালদহ এবং কৃষ্ণনগর সিটি জংশনের সাথে সংযোগ স্থাপন করবে। এটি শিয়ালদহ থেকে সকাল ৯:৪৮ মিনিটে ছেড়ে দুপুর ১২:০৭ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে, অন্যদিকে ফিরতি পরিষেবাটি কৃষ্ণনগর থেকে দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে বিকেল ৩:৪০ মিনিটে। স্বল্প দূরত্বের জন্য ভাড়া ৩৫ টাকা, রানাঘাট পর্যন্ত ১২০ টাকা এবং কৃষ্ণনগরের জন্য ১৪০ টাকা থেকে শুরু হবে।

Leave a Comment