সহেলি মিত্র, কলকাতা: বনগাঁ লোকাল মানেই নিত্য যাত্রীদের কাছে ছিল এক দুঃস্বপ্ন। বনগাঁ লোকাল মানেই হল রেল যাত্রীদের ঝুলে ঝুলে যাত্রা করা। তবে পূর্ব রেলের দৌলতে এখন সেই ঠাসা ভিড় অতীত। এর কারণ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার ৬ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হল শিয়ালদা-বনগাঁ এসি (Sealdah Bangaon AC Local) লোকাল। অর্থাৎ আর গরমে নয়, একদম এসির হাওয়া খেতে খেতে যাতায়াত করতে পারবেন সাধারণ। তবে এই যাত্রার প্রথমদিনই ট্রেনে ধরা পড়লেন বহু টিকিটবিহীন যাত্রী। শুনে চমকে গেলেন তো? তবে এটাই সত্যি।
শিয়ালদা-বনগাঁ এসি লোকালে টিকিটবিহীন যাত্রী!
যেদিন প্রথম শিয়ালদা-রানাঘাট এসি লোকাল শুরু হয় সেদিনও ট্রেনে টিকিটবিহীন বেশ কিছু যাত্রীকে পাকড়াও করে রেল। এবার সেই একই ছবি ধরা পড়ল শিয়ালদা-বনগাঁ লোকালেও। বনগাঁ লাইনে প্রথম এসি লোকাল ট্রেনকে ঘিরে সকলের উত্তেজনা দেখার মতো ছিল। সেই চেনা ভিড় ছিল না ট্রেনে। এই ভ্যাপসা গরমে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে সকলে যাত্রা করেছেন। তবে কিছু মানুষ আছেন যারা ফ্রিতে সবকিছু করতে ভালোবাসেন। ঠিক তেমনই এদিনের ট্রেনে টিকিট নেই, এরকম বহু যাত্রীকে পাকড়াও করেন টিটিই।
জানা গিয়েছে, শুক্রবার মোট ৯ যাত্রীকে টিকিটবিহীন অবস্থায় যাত্রা করতে গিয়ে ধরা হয়েছে। এরকম প্রিমিয়াম ট্রেনে এরকম ঘটনা ভাবাই যায় না রীতিমতো। রেল সূত্রে খবর, প্রথমদিনই ট্রেনে ১০০০ জন যাত্রী হয়েছিলেন। যাদের মধ্যে থেকে ৯ জনকে বিনা টিকিটে পাকড়াও করা হয়েছে বলে খবর।
নতুন এসি লোকাল পেয়ে খুশি যাত্রীরা
শিয়ালদহ ডিভিশনের অধীনে দ্বিতীয় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন পরিষেবা শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে চালু হয়েছে, যা শিয়ালদহকে বনগাঁ এবং রানাঘাটের সাথে সংযুক্ত করেছে। প্রথম যাত্রায় যাত্রীরা বনগাঁ-শিয়ালদহ রুটে প্রথম এসি পরিষেবা নিয়ে দারুণ প্রশংসা করেছেন। অনেকের কাছে ছিল এটি ‘Dreams Comes True Moment’ ছিল। ইতিমধ্যে ট্রেনের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকালটি সকাল ৭.১১ মিনিটে রানাঘাট ছেড়ে বনগাঁ পৌঁছায়, সকাল ৭.৪২ মিনিটে, ১০ মিনিটের জন্য থামে এবং তারপর শিয়ালদহে চলে যায়, যেখানে এটি সকাল ৯.৩৭ মিনিটে পৌঁছায়। সরকারি ছুটি সত্ত্বেও, প্রায় ১,১২৫ জন যাত্রী ধারণক্ষমতার রেকে উঠেছিল, বনগাঁ স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন যে তারা কখনও কল্পনাও করেননি যে ব্যাপক ভিড় এবং যাত্রীদের দরজা আটকে থাকার জন্য কুখ্যাত একটি অংশে একটি এসি লোকাল চলবে।