শিয়ালদা রানাঘাট এসি লোকালে উঠে প্যান্ট হয়ে যাচ্ছে হলুদ!গুরুতর অভিযোগ যাত্রীর

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার প্রথম এসি (Sealdah Ranaghat AC Local) লোকাল ট্রেনে উঠে একি হাল হল যাত্রীর! সমাজ মাধ্যমে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন ব্যক্তি। তিনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে এমনটা ঘটে যাবে তাঁর সঙ্গে। শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনে যাত্রীর অভিজ্ঞতা যে এত খারাপ হবে সেটা তিনি বুঝতে পারেননি। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

শিয়ালদা-রানাঘাট এসি লোকালে বিরাট ঘটনা!

গত ১০ আগস্ট শিয়ালদা-রানাঘাট রুটে বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে সাধারণ মানুষ এটিতে যাত্রা করছেন। ট্রেনটি মোট ৭৩ কিমি রাস্তা ১ ঘণ্টা ৪০ মিনিটে শেষ করছে। সবথেকে বড় কথা, প্রথম দিন থেকেই এই ট্রেন নিয়ে যাত্রীদের তরফে ভালো সাড়া পেয়েছে পূর্ব রেল। তবে এবার এক রেল যাত্রীর যা অভিজ্ঞতা হল তা সব ছবি বদলে রেখে দিয়েছে। ওই যাত্রীর অভিযোগ, ট্রেনটির আসনে এমন কিছু আছে যা তাঁর প্যান্টকে নষ্ট করে দিয়েছে।

আরও পড়ুনঃ “রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে..” SSC নিয়োগ নিয়ে এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ইতিমধ্যে শৌভিক কুন্ডু নামের ওই ব্যক্তি নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি গ্রে রঙের প্যান্ট, যার মধ্যে হলুদ হলুদ দাগ লেগে রয়েছে। এই ছবি পোস্ট করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

sealdah ranaghat ac local

ভাইরাল ছবি

তিনি লেখেন, গত ২০ আগস্ট আপ শিয়ালদা-রানাঘাট লোকালে উঠেছিলেন। ট্রেনের আসনে বসে তাঁর ট্রাউসার একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এই ট্রাউসারটি আবার যে তাঁর প্রিয় ছিল সেটাও জানাতে ভোলেননি শৌভিক। তাঁর অভিযোগ, ট্রেনের সিটে রাস্ট রয়েছে। তাঁর এহেন পোস্ট নিয়ে অনেকেই অনেক মত দেন। পরে অবশ্য শৌভিক কমেন্ট বক্সে লেখেন, ‘কদিন আগে একটা এসি লোকাল বৃষ্টিতে ভেজার ভিডিও ফেসবুকে ঘুরছিল। এই রাস্টটা তার ফলেই বলে ধারণা করছি। তবে একটা জিনিস বোঝা গেল, রেল প্রেমী অনেক আছে আমাদের রাজ্যে, কিন্তু আরও মানুষকে এগিয়ে আসতে হবে রেলকে ভালবাসতে। আর সবথেকে বেশি যেটা করতে হবে সেটা হল প্রতিবাদ যদি কেউ রেল বা রেলের জিনিস নষ্ট করে সেটার জন্য। তবেই শুধু এসি নয়, সমস্ত নতুন আইসিএফগুলো আরও পরিষ্কার থাকবে।’

Leave a Comment