শিয়ালদা লাইনে পিয়ালি স্টেশনের কাছে তারকেশ্বর ফেরত ভক্তদের উপর হামলা! আক্রান্ত বহু

piali station

সৌভিক মুখার্জী, কলকাতা: শ্রাবণ মাসে বাবার ভক্তদের উপরেই আক্রমণ। হ্যাঁ, মঙ্গলবার রাতে শিয়ালদা-ক্যানিং সেকশন অর্থাৎ শিয়ালদা দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে (Piyali Station Attack) ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। আসলে শিয়ালদা-ক্যানিং ডাউন লোকাল ট্রেনটি পিয়ালি স্টেশনে থামা মাত্রই পরিকল্পিতভাবে তারকেশ্বর থেকে ফেরা একদল পুণ্যার্থীর উপর দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ।

কী ঘটেছিল?

মঙ্গলবার রাত 9:38 মিনিটের ক্যানিং লোকাল যখন পিয়ালি স্টেশনের কাছে পৌঁছয়, তখন আচমকা একদল যুবক ট্রেনে উঠে পড়ে, আর নির্মমভাবে তারকেশ্বর ফেরত বাবার ভক্তদের মারধর শুরু করে। জানা গিয়েছে, পুণ্যার্থীরা সকলে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামের বাসিন্দা। প্রায় 40 জনের একটি দল শ্রাবণ মাস উপলক্ষে তারকেশ্বরে বাবার দর্শনে গিয়েছিল। রাতের লোকাল ট্রেনেই তাঁরা ফিরছিল।

 

শিয়ালদহ দক্ষিণে পিয়ালি স্টেশন এলাকায় তারকেশ্বর ফেরত পুণ্যার্থীদের উপর নৃশংস আক্রমন।

আমার গোধারার কথা স্মরণ করিয়ে দিল।

Posted by Bipro Mondal on Tuesday, August 5, 2025

আক্রান্ত যাত্রীদের মধ্যে আকাশ মন্ডল জানিয়েছেন, আমরা সবাই এক কামরাতেই ছিলাম। বালিগঞ্জ থেকে দুজন যাত্রী হঠাৎ ঝামেলা শুরু করে। আমাদের বাক ভেঙে দেয়। কিছুক্ষণ বাদে সেই ঝামেলা থেমে গেলেও পরে ওরা ফোনে খবর পাঠিয়ে দেয় পিয়ালি স্টেশনে। আর ট্রেন থামতেই একদল দুষ্কৃতী হানা দেয়।

অভিযোগ উঠছে, শুধুমাত্র ট্রেনের ভিতরে নয়, বরং তাঁদের মধ্যে তিনজনকে জোর করে ট্রেন থেকে নামিয়ে নিয়ে গিয়েও মারধর করা হয়েছে। এরপর তাঁদের পরবর্তী ট্রেনে চাপিয়ে দেওয়া হয়। আর এই ঘটনায় অন্তত 10 থেকে 20 জন যাত্রী আহত হয়েছে। অনেকেই মাথা বা হাতে চরম আঘাত পেয়েছে। 

আরও পড়ুনঃ উল্কাবৃষ্টি, শুক্র ও বৃহস্পতির মিলন! আগস্টের বিরল মহাজাগতিক ঘটনা, দেখা যাবে ভারতেও

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই রাতে ক্যানিং স্টেশনে পৌঁছে আক্রান্তরা জিআরপি’র কাছে অভিযোগ জানিয়েছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে আটক করা বা গ্রেফতার করার খবর মেলেনি। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে তাদের ছেড়েও দেওয়া হয়।

Leave a Comment