শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জারে ট্রেনে বড় বদল, যাত্রীদের সুবিধার্থে নয়া বন্দোবস্ত রেলের

Sealdah-Lalgola Passenger Train

সহেলি মিত্র, কলকাতাঃ মুর্শিদাবাদ যাওয়া এখন আরও সহজ ও সুন্দর হল রেল যাত্রীদের জন্য। ইতিমধ্যে একদম ঝাঁ চকচকে রেক নিয়ে শিয়ালদা থেকে লালগোলা অবধি ছুটল নতুন লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি (Sealdah-Lalgola Passenger Train)। সবথেকে বড় কথা এই ট্রেনে রয়েছে এমন এক নতুন জিনিস যার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। এই ট্রেনে রয়েছে শৌচালয়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে যুক্ত হল শৌচালয়

ইতিমধ্যে নতুন ট্রেনটির বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। শিয়ালদা থেকে লালগোলার দূরত্ব বেশ অনেকটাই। এদিকে এত দূর ভ্রমণের ট্রেনে টয়লেট না থাকায় বেশ সমস্যায় পড়তে হচ্ছিল রেল যাত্রীদের। এর ফলে দীর্ঘদিন ধরে মানুষ রেলের কাছে শৌচালয় থাকে এমন লালগোলা ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন। এবার যাত্রীদের সেই ইচ্ছাই পূরণ করল রেল।

জানা গিয়েছে, সম্প্রতি আসা নয়া মেমু (মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেক এবার কলকাতা-লালগোলা প্যাসেঞ্জার হিসেবে চলবে। যেখানে যাত্রীদের জন্য শৌচাগারের পরিকাঠামো থাকবে। যদিও আজ শুক্রবার থেকে নয়া এই ট্রেনটি আপ-ডাউনে সংশ্লিষ্ট রুটে চলাচল করবে। অর্থাৎ দীর্ঘযাত্রা পথে এবার প্রকৃতির ডাক এলেও যাত্রীদের আর সমস্যায় পড়তে হবে না।

প্রথম দিনই নোংরা হল ট্রেন

এদিকে সামাজিক মাধ্যমে নতুন ট্রেনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যা দেখলে আপনারও গা গুলিয়ে উঠবে। বিভিন্ন স্টেশনে কিংবা ট্রেনে উঠলে আপনি একটি কমন জিনিস শুনতে পাবেন। আর সেটা হল স্টেশন ও স্টেশন চত্ত্বর,ট্রেন পরিষ্কার রাখুন। কিন্তু কিছু মানুষের কার্যকলাপ রেলের এই আর্জিকে রীতিমতো ধুলোয় মিশিয়ে দেয়। জানলে অবাক হবেন পানের পিক ফেলে লালগোলা লাইনের নতুন MEMU ট্রেনকে প্রথম দিনই নোংরা করে দিয়েছেন এক যাত্রী। আর এই দৃশ্য দেখে রাগে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ।

Leave a Comment