সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। এবার উত্তরবঙ্গ ভ্রমণ হবে আরও সুরক্ষিত এবং আওয়াজবিহীন। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে (Sealdah–Sabroom Kanchanjungha Express) আনুষ্ঠানিকভাবে আধুনিক LHB কোচ দিয়ে আপগ্রেড করা হয়েছে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলে রেল যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) এই সপ্তাহে ভারতীয় রেলওয়ের দীর্ঘ-দূরত্বের পরিষেবাগুলির জন্য বৃহত্তর আধুনিকীকরণ অভিযানের অংশ হিসাবে পুরানো ICF কোচগুলি সরিয়ে আপগ্রেড করা রেক চালু করেছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে জুড়ল LHB কোচ
ট্রেন নম্বর ১৩১৭৩ শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার থেকে ছুটে যাবে নতুন ব্র্যান্ড LHB কোচ নিয়ে। শিয়ালদা থেকে উত্তর পূর্ব ভারত আগরতলা যাওয়ার এই গুরুত্বপূর্ণ ট্রেন পুরনো ICF কোচ নিয়ে চলে আসছিল এতদিন। রেলওয়ে কর্মকর্তাদের মতে, নতুন এলএইচবি ফর্মেশনে এসি ২-টায়ার, এসি ৩-টায়ার, স্লিপার এবং সাধারণ অসংরক্ষিত কোচের পাশাপাশি একটি প্যান্ট্রি কার এবং এন্ড-অন-জেনারেশন পাওয়ার কার অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ ২০০ কিমি বেগে ছুটবে ট্রেন! দুইশ নয়া বন্দে ভারত, ১৭,৫০০টি নন এসি কোচ নামাচ্ছে রেল
সূত্রের খবর, FIAT বগি দিয়ে সজ্জিত, পুনর্নির্মিত রেকটি মসৃণ যাত্রা, কম শব্দ এবং উচ্চতর ব্রেকিং দক্ষতার অভিজ্ঞতা দেবে। এর ফলে এবার থেকে ট্রেনে করে উত্তরবঙ্গ যাওয়া আর কষ্টের নয়, কারণ নতুন কোচের কারণে যাত্রীদের একটি নিরাপদ এবং আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা হবে।
কী জানাচ্ছে রেল?
একজন রেল কর্মকর্তা বলেছেন, ‘এলএইচবি কোচগুলির অ্যান্টি-টেলিস্কোপিক ডিজাইনের কারণে ভ্রমণকারীরা কম ঝাঁকুনি, উচ্চ গতিতে আরও ভাল স্থিতিশীলতা এবং বর্ধিত সুরক্ষার আশা করতে পারেন, যা লাইনচ্যুতির ঝুঁকি কমায়। যাত্রীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, এটিকে এই অঞ্চলের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রেনগুলির মধ্যে একটির দীর্ঘ প্রতীক্ষিত উন্নতি বলে অভিহিত করেছেন। শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কলকাতা এবং ত্রিপুরার মধ্যে ছাত্র, শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপগ্রেড করা রেকটি সাব্রুম সহ উত্তর এবং দক্ষিণ ত্রিপুরায় পর্যটন এবং অর্থনৈতিক কার্যকলাপকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।