সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি শিয়ালদা ডিভিশনের নিত্য যাত্রী? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আসলে এই বিভাগে অতিরিক্ত ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। রেলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভিড় ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে, পূর্ব রেলও শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) নির্দিষ্ট ট্রেন রুটের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ধারণ করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ রেলের
শিয়ালদহ থেকে প্রতিদিন ১৫ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন এবং এর প্রধান ও দক্ষিণ অংশ জুড়ে প্রায় ৯১৫টি শহরতলির ট্রেন চলাচল করে। সেক্ষেত্রে প্ল্যাটফর্মের অভাব দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি এবং শেষ মুহূর্তের ভিড় তৈরি হচ্ছিল। আখেরে রোজ সমস্যার মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এই সমস্যা সমাধানের জন্য, রেল কর্মকর্তারা নির্দিষ্ট রুটের জন্য প্ল্যাটফর্মগুলি নির্দিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে শেষ মুহূর্তের ঘোষণার উপর নির্ভরতা কমানো যায়। শুক্রবার পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন সিস্টেমটি যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে ব্যস্ত সময়ে।
উপকৃত হবেন যাত্রীরা
জি ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, নতুন ব্যবস্থা অনুসারে, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মগুলি প্রাথমিকভাবে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সিমন্ত এবং ব্যারাকপুর সহ মেন লাইন রুটে পরিষেবা দেবে। অন্যদিকে ৫ থেকে ৮ প্ল্যাটফর্মগুলি সিসিআর সেকশনের ট্রেনগুলি যেমন ডানকুনি এবং বারুইপাড়াগামী ট্রেন ছাড়বে।
আরও পড়ুনঃ মিলবে না উচ্চতর পেনশন! ১১ লক্ষ আবেদন বাতিল করল EPFO
৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মে কেন্দ্রীয় অংশের ট্রেন চলাচল করবে, যা বনগাঁ, বারাসত, হাবড়া, গোবরডাঙ্গা এবং ঠাকুরনগরের মতো গন্তব্যস্থলগুলিকে অন্তর্ভুক্ত করবে। ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে মেল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করবে, যেখানে ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মে দক্ষিণ অংশের জন্য শহরতলির পরিষেবা চলবে।