প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: ভয়ংকর ঘটনা ঘটল শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া থানা এলাকায়! এবার ধর্ষণের শিকার হল এক গরু! রাতের অন্ধকারে এক ব্যক্তি চরম শারীরিক অত্যাচারের করল এক গরুকে। এই জঘন্য ঘটনার জানাজানি হতেই রেগে কাঁই এলাকাবাসী। তুমুল মারধর করা হয় অভিযুক্তকে, শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঠিক কী ঘটেছিল?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় শিবমন্দির এলাকায় গত বুধবার, এক ব্যক্তি রাতের অন্ধকারে সেখানকার এক গরুকে ধর্ষণ করে। আর সেই দৃশ্য দেখে ফেলে ওই এলাকারই এক বাসিন্দা, সঙ্গে সঙ্গে প্রমাণস্বরূপ তিনি সমস্ত ঘটনা ক্যামেরায় রেকর্ড করেন। তিনি বলেন মাঝরাতে গরুর গোঙানির শব্দ শোনা মাত্রই উঠে গিয়ে দেখে এই কাণ্ড। পরেরদিন সকালে সেই ঘটনা সকলকে জানানোয় এলাকার বাসিন্দা রাগে ক্ষোভে ফুঁসে ওঠে। এবং বিকেল নাগাদ তারা সকলে মিলে ওই অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করে এবং খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়।
অভিযুক্তের বিরুদ্ধে আইনি মামলা রুজু পুলিশের
জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি আসলে বিহারের বাসিন্দা। কাজের সূত্রে তিনি শিবমন্দির হালেরমাথা সংলগ্ন খড়গসিং রোডের পাশের একটি দোকানে। সেখানে লেপ তোষক বানানোর কাজ করতেন। ঘটনা সূত্রে জানা যায় ওই যুবককে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে রীতিমত চড়াও হয় এলাকাবাসী। তার সঙ্গে উদোম মারধর করা হয়। শেষে পুলিশের হস্তক্ষেপে কোনো রকমে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়, এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানায় এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: গাড়ির ধাক্কায় মৃত্যু! বিষ্ণুপুর-জয়রামবাটি রাস্তায় উদ্ধার চিতা বাঘের দেহ
উল্লেখ্য, কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৬ নং চাউলকুঁড়ি অঞ্চলের নেধুয়া এলাকায় এমনই এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। জানা যায় এক গোয়ালের বাড়িতে ১০ মাসের একটি গর্ভবতী গরুকে রাতের অন্ধকারে ধর্ষণ করে ওই এলাকারই এক প্রতিবেশী যুবক। যদিও সেই যুবককে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছিল পুলিশ এবং চরম শাস্তি দেওয়া হয়েছিল।
 
					