শিলিগুড়িতে মহাকাল মন্দির ঘোষণার পর এবার ট্রাস্ট গঠন মমতার

Mahakal Temple In Siliguri

প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: রাজ্য সরকারের উদ্যোগে কয়েক মাস আগে পুরীর আদলে দিঘাতে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির। যা নিয়ে শুরুর দিকে একাধিক বিতর্ক তৈরি হলেও মন্দির প্রাঙ্গণে পর্যটক থেকে শুরু করে দর্শনার্থীদের ভিড় প্রতি সময়ই থাকে চোখে পড়ার মতো। ঠিক তেমনই রাজারহাটে দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মোতাবেক কলকাতার উপকণ্ঠে জমি চিহ্নিতও করা হয়েছে। এবার পালা শিলিগুড়ির। বাংলায় সবচেয়ে বড় শিব মন্দির (Mahakal Temple In Siliguri) তৈরির জন্য ইতিমধ্যেই ট্রাস্ট গঠন করতে চলেছে প্রশাসন।

শিলিগুড়ির মন্দিরে ট্রাস্ট গঠন মমতার

চলতি বছর অক্টোবর মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের মাটি থেকে বাংলায় সবচেয়ে বড় মহাকাল মন্দির প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি। ১৭.৪ একর জমিতে তৈরি হবে মহাকাল মন্দির। এর জন্য তৈরি হয়ে গিয়েছে ট্রাস্ট। গতকাল অর্থাৎ সোমবার প্রশাসনিক কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলন থেকে এদিন তিনি জানান, “মুখ্যসচিবের নেতৃত্বে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। সেখানে সদস্য হিসেবে থাকছেন, গৌতম দেব, সঞ্জয় টিব্রেয়াল, দিলীপ দুগ্গার, রুদ্র চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেওটিয়া, সত্যম রায়চৌধুরী, অংশুমান চক্রবর্তী, রোমা রেশমি এক্কা, অনিত থাপা, ডিএম ও এসপি দার্জিলিং।”

কনভেনশন সেন্টারও তৈরি করা হবে!

মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির মহাকাল মন্দিরে পুজোর দায়িত্বে থাকবেন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিত, কোচবিহারের মদনমোহন মন্দিরের পুরোহিত এবং জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের পুরোহিত। বিনামূল্যে এই মন্দিরের জমি দিচ্ছে সরকার। এছাড়াও মন্দিরের কাছাকাছি একটি কনভেনশন সেন্টারও তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। খুব শীঘ্রই ট্রাস্ট কাজ শুরু করবে। এদিকে মন্দির নির্মাণ করা নিতে রাজনৈতিক তরজা বাড়ছে শাসকদলের সঙ্গে বিরোধীদের। অনেকেই মনে করছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই মহাকাল মন্দির প্রতিষ্ঠা শাসকদলের কাছে একটি মাস্টারস্ট্রোক।

আরও পড়ুন: শৌচালয়ে ঘাপটি মেরে বসেছিল চিতাবাঘ, ঢুকতেই অ্যাটাক! রক্তাক্ত কাণ্ড শিলিগুড়িতে

উল্লেখ্য, রাজ্য সরকার দিঘার জগন্নাথধামের আদলেই ট্রাস্ট গড়ে তুলতে চাইছে শিলিগুড়ির মহাকাল মন্দির নির্মাণের ক্ষেত্রে, যাতে তা নিয়ে কোনও বিতর্ক তৈরি না হয়। আগেই মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন যে এই মহাকাল মন্দিরে অনেক বয়স্ক মানুষ এবং বিশেষ ভাবে সক্ষমেরা আসেন। কিন্তু তাঁদের পক্ষে এত উপরে ওঠা সম্ভব হয়ে ওঠে না তাই জিটিএ-র তরফে খুব শীঘ্রই ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে। এবার সেই ব্যবস্থা নিয়েও নজর রাখতে চলেছে রাজ্য সরকার।

Leave a Comment