সৌভিক মুখার্জী, শিলিগুড়ি: উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের (Siliguri Mahakal Temple) জন্য জমি বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নের মন্ত্রিসভার সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবেই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একথা জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত খুলবে।
কোথায় হবে এই মন্দির?
রিপোর্ট অনুযায়ী, দার্জিলিং জেলার মাটিগাড়া থানা এলাকায় উজানো মৌজা এবং গৌড়চরণ মৌজায় অবস্থিত জমিতেই এই মহাকাল মন্দির তৈরি হবে। এমনকি এখানে আধুনিক সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠবে। সরকার আশাবাদী যে এই প্রকল্প উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যুক্ত করবে এবং কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়াবে।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উত্তরবঙ্গে মহাকাল মন্দির নির্মাণ হবে। আর সেই প্রতিশ্রুতির ভিত্তিতে এবার মন্ত্রীসভা অনুষ্ঠানিকভাবে শিলমোহর দিল। ২৫.১৫ একর জমি যা আগে লক্ষী টাউনশিপ এন্ড হোল্ডিং লিমিটেডের আওতায় লিজে ছিল, সেটিকেই এবার হস্তান্তর করা হবে এসজেডিএ সংস্থার কাছে। এছাড়া এর মধ্যে ১৭.৪১ একর ফাঁকা এবং অপ্রয়োগকৃত জমি পর্যটন দপ্তরের হাতে যাবে।
নতুন প্রকল্প ডাবগ্রামে কনভেনশন সেন্টার
তবে বলে রাখি, উত্তরবঙ্গে পর্যটন ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান ব্যবস্থার পরিকাঠামো ক্ষেত্রে আরও একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা হল ডাবগ্রামে নতুন কনভেনশন সেন্টার। বর্তমানে রাজ্যে বড় বড় দুটি সেন্টার রয়েছে। আর সেগুলি হল নিউটাউনের বিসিসিআই এবং দিঘায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। তবে এবার ডাবগ্রাম এলাকায় একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার নির্মাণের অনুমোদন মিলেছে। জানা যাচ্ছে, তিস্তা টাউনশিপ এলাকার এশিয়ান হাইওয়ে-২ সংলগ্ন ১০ একর জমিতেই এটি নির্মাণ করা হবে। অর্থমন্ত্রী স্পষ্ট বলেন, এই অঞ্চলে বড় আকারের অনুষ্ঠান এবং সম্মেলন প্রচারের জন্য এই ধরনের পরিকাঠামোর চাহিদা ছিল।
আরও পড়ুনঃ ডিসেম্বরের শেষ সপ্তাহ অবধি দফায় দফায় বন্ধ দ্বিতীয় হুগলী সেতু! দেখে নিন দিনক্ষণ
উল্লেখ্য, আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলি এখন জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছে যে, মহাকাল মন্দির প্রকল্পটি হিন্দু ভোটারদের বিশেষ করে উত্তরবঙ্গ, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা এখন বেশি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৌশলগত পদক্ষেপ হিসাবে কাজ করবে।