সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ নভেম্বর, মঙ্গলবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। শিলিগুড়িতে মহাকাল মন্দির, হুগলিতে বাংলাদেশীর পর্নোগ্রাফি, আফগানিস্তানে বোমা হামলা, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বেঙ্গালুরুতে পোষ্য রাখলে অতিরিক্ত টাকা
বেঙ্গালুরুতে এবার ভাড়া বাড়িতে পোষ্য রাখলে অতিরিক্ত ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। হ্যাঁ, কোরামঙ্গল ও এইচএসআর লেআউট থেকে শুরু হওয়া এই প্রথা ইন্দিরানগর থেকে শুরু করে বেলান্দুর, হোয়াইটফিল্ডসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আর বাড়িওয়ালারা দাবি করছে, ডিপ ক্লিনিং, রং করা, দুর্গন্ধ ও পশমের দাগ বা আসবাবপত্রের ক্ষতির কারণে এই অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) হুগলিতে বাংলাদেশের যুবকের পর্নোগ্রাফি
হুগলির ডানকুনিতে চার বছর ধরে গোপনে পর্নোগ্রাফি শুটিং চালাচ্ছিল বাংলাদেশের যুবক রাসেল শিকদার। বাংলাদেশ থেকে এসে নাবালিকাকে এনেই স্বামী-স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে থাকত তারা এবং নির্যাতন করত বলেই রিপোর্ট। নাবালিকা অসুস্থ হয়ে পড়ার পর মহিলা প্রশাসনের সাহায্য চাইলে পুলিশ শনিবার তাকে গ্রেফতার করেছে এবং মহিলাকে উদ্ধার করেছে। আদালত রাসেলকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আমতা খাল খনন করার নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের
কেন্দ্রীয় তহবিল বন্ধ রাখার কারণে খাল সংস্কারের কাজে সমস্যা তৈরি হওয়ায় হাওড়ার আমতা এলাকায় নতুন কোষাগারের ব্যয়বিহীন মডেল চালু করেছে রাজ্য সরকার। আর এই মডেলে খাল খননের জন্য সরকার কোনওরকম খরচ করবে না। ঠিকাদার খাল থেকে তোলা মাটি বিক্রি করতে পারবে। এমনকি বিক্রির ১০% এবং তোলা পলির ১০% রাজ্যকে দিতে হবে। প্রথম পর্যায়ে থলিয়া-বাকসী পর্যন্ত ১১.৬৫ কিলোমিটার খনন করে ১.৭ কোটি ঘনফুট পলি ফেলা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) হেলিকপ্টারের বীমা না থাকায় মুখ্যমন্ত্রী মমতার সফর বাতিল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ইনস্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার কারণে শেষ মুহূর্তে তাঁর হাওয়াই সফর বাতিল হয়েছে। ফলে মতুয়াগড়ের সবায় যেতে তাঁকে সড়কপথে যাত্রা করতে হয়। পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, লন্ডন ভিত্তিক রক্ষণাবেক্ষণ সংস্থার দায়িত্ব ছিল বিমানের বীমা করার। কিন্তু সময়ের ফারাকের কারণে তা হয়নি। সংস্থাকে শোকজ করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ডলারের বিপরীতে শক্তিশালী হল ভারতীয় মুদ্রা
ভারতীয় রুপি মঙ্গলবার ডলারের বিপরীতে অনেকটাই শক্তিশালী হয়েছে। হ্যাঁ, এখন ৮৯.০৭ টাকায় দাঁড়িয়েছে যা আগের দিনের ৮৯.৩০ টাকার তুলনায় অনেকটাই বেশি। ২১ নভেম্বর রুপি ৮৯.৬৫ টাকায় নেমে গিয়েছিল, যা ছিল সর্বকালের দুর্বলতম স্তর। আরবিআই স্পষ্ট জানিয়েছে, রুপিকে অতিরিক্ত হারে পড়তে দেওয়া যাবে না। বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরে রুপি আরও শক্তিশালী হয়ে ৮৯ এর উপরে উঠে আসতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ডিসেম্বরে ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু
দ্বিতীয় হুগলি সেতু নভেম্বরের পর ডিসেম্বরেও বহুদিন দফায় দফায় বন্ধ থাকবে বলে রিপোর্ট। ৩০ নভেম্বর ভোর পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত ১৬ ঘণ্টা সেতু বন্ধ থাকবে মেরামতের কাজের জন্য। এর আগে ২৩ নভেম্বর ৮ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ডিসেম্বরেও কয়েকদিন বন্ধ থাকবে। যথাঃ ৭ এবং ১৪ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত, ২০ ডিসেম্বর পাঁচটা থেকে ন’টা পর্যন্ত, ২১ এবং ২৮ সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) আফগানিস্তানে ফের পাকিস্তানের বোমা হামলা (Afghanistan Attack)
পাকিস্তান আবারও আফগানিস্তানের নিরীহ মানুষদের উপর হামলা চালাল। খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় রাতের অন্ধকারে এক বাড়িতে বোমা ফেলেছে পাকিস্তানের সেনারা। আর এতে নয়জন শিশু এবং একজন নারী সহ মোট ১০ জন নিহত হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, কুনার ও পাকটিকা প্রদেশেও হামলা করা হয়েছে। আর সেখানেও কমপক্ষে চারজন আহত হয়েছে। নিহতদের বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জমি অনুমোদন রাজ্য সরকারের
পশ্চিমবঙ্গ সরকার শিলিগুড়ি মাটিগাড়া থানার উজোনা ও গৌড়চরণ মৌজায় মহাকাল মন্দির নির্মাণ করার জন্য ২৫.১৫ একর জমির অনুমোদন দিল। এর মধ্যে ১৭.৪ একর জমি পর্যটন দপ্তরের কাছে যাবে। আর প্রকল্পটি উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটন এবং কর্মসংস্থান বাড়াবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ডাবগ্রামের এশিয়ান হাইওয়ে-২ সংলগ্ন ১০ একর জমিতে আন্তর্জাতিক মানের নতুন কনভেনশন সেন্টার নির্মাণ করার অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ইথিওপিয়ার ১০ বছর পর অগ্নুৎপাত, দিল্লিতে উড়ল ছাই (Ethiopia Volcanic Ash)
ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরিতে দীর্ঘ ১০ বছর পর অগ্নুৎপাত শুরু হয়েছে, যার ছাই ২৫ হাজার ফুট উচ্চতায় ভেসে ভারতের দিল্লি সহ উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলের দিকে এগিয়েছে। এর ফলে ডিজিসিএ বিমান চলাচলে হাই এলার্ট জারি করে রুট পরিবর্তন, উচ্চতা সীমা এবং জরুরী সতর্কবার্তা মানতে নির্দেশ দিয়েছে। যোধপুর-জয়সলমের পথে সোমবার রাতে ভারতে এই ছাই প্রবেশ করেছে। তবে আকাশ কিছুটা ঘোলাটে হলেও দূষণের সংখ্যা অনেকটাই কম বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ডিসেম্বর থেকে রেশন বন্ধ হবে পশ্চিমবঙ্গে?
কেন্দ্র সরকার ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থার বিশেষ কনকারেন্ট ইভ্যালুয়েশন অভিযান চালাবে বলে খবর। এতে রেশন গ্রাহক, দোকানদার, গুদাম এবং রাজ্যের খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলেই প্রকল্পের কার্যকারিতা যাচাই করা হবে। জানা যাচ্ছে, বিনামূল্যে রেশন বন্ধ কমানোর গুজব উঠলেও কেন্দ্র সরকার জানিয়েছে, এটি শুধুমাত্র মূল্যায়ন। বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আওতায় ৮১ কোটির বেশি মানুষ প্রতি মাসে ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য পান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন