প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই রাজ্য জুড়ে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি চালানো হচ্ছে জোরদার। যদিও তার মাঝেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে SIR-কে ঘিরে। BLO মৃত্যু এবং ২০০২ এর লিস্টে নাম না থাকায় ভোটারদের আত্মহত্যাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি পর্ব লেগেই রয়েছে, এমতাবস্থায় ফের বিপুল টাকা উদ্ধার করল শিলিগুড়ি (Siliguri) থানার পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার রাতে শিলিগুড়ি পুলিশের একটি টিম শিলিগুড়িতে বিপুল পরিমাণ টাকা-সহ এক ব্যক্তিকে আটক করল। বছর ৩৪ এর ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ ওয়াসিম, তিনি হরিয়ানার বাসিন্দা। গতকাল রাতে হাসমি চকের কাছে একটি স্কুটার-সহ মহম্মদ ওয়াসিম নামে ওই ব্যক্তিকে আটক করে ট্র্যাফিক পুলিশ। তাঁর স্কুটার থেকে বিপুল পরিমাণ ১০০ টাকার বান্ডিল উদ্ধার হয়। এই টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল বা টাকার সোর্স কি তা নিয়ে পরিষ্কার তথ্য দিতে না পারায় তাকে গ্রেফতার করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ পুলিশি জিজ্ঞাসাবাদে যুবক অবশেষে জানায় তাঁর কাছে প্রায় ৩০ লক্ষ টাকা রয়েছে। টাকা গুনতে রীতিমত মেশিন নিয়ে আসে পুলিশ।
ভিডিয়োগ্রাফি করে টাকা গোনার কাজ!
শিলিগুড়ি পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ ওয়াসিম শিলিগুড়িতে এসে স্কুটারটি ভাড়া নিয়েছিল। সেই সময় ভেনাস মোড়ে হাসমি চকের কাছে সিগন্যাল পড়লে তিনি সেটি না মেনে স্কুটার নিয়ে যাওয়ায় ট্র্যাফিক পুলিশ তাঁকে ধরে। ব্যাগ থেকে ১০০, ২০০ ও ৫০০ টাকার বান্ডিল পাওয়া গিয়েছে। এর পরেই ব্যাগ সমেত টাকা আটক করা হয়। ভিডিয়োগ্রাফি করে টাকা গোনার কাজ করা হয়েছিল। রাজ্যে যেখানে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে সেই সময় ৩০ লক্ষ টাকা উদ্ধারের পিছনে কে বা কারা রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে কোন জেলায় কত শূন্যপদ? প্রকাশিত হল তালিকা
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার, রেলকর্মীদের তৎপরতায় শিলিগুড়ি রেলওয়ে জংশন থেকে উদ্ধার করা হয়েছিল চার নাবালিকাকে। জানা গিয়েছে টাকার লোভ এবং খাবারের প্রলোভন দেখিয়ে এই ৪ নাবালিকাকে অসমে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। এরা শিলিগুড়ির জ্যোৎসলাময়ী স্কুল ও শিলিগুড়ি গার্লস’ হাইস্কুলের ছাত্রী বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ছাত্রীদের দাবি, পরিচিত এক মহিলার মাধ্যমে শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে আসামে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দেন রেলকর্মীরা। চার ছাত্রী আদৌ সত্যি বলছে, নাকি নিজেরাই বাড়িতে না জানিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল, তা বেশ ভাবাচ্ছে পুলিশকে।