প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তেই প্রতিটি স্কুলে স্কুলে এখন শুরু হয়েছে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া। এমতাবস্থায় ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠল শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় বালিকা বিদ্যালয়ে। সরকারি স্কুলের ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর। বিক্ষোভের শামিল হয় ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন ছাত্রীরা। আটক করা হয়েছে এআইডিএসও-র একাধিক সদস্যকে৷
ঠিক কী ঘটেছিল?
সরকারি নির্দেশ অনুযায়ী বার্ষিক ভর্তির ফর্মের নির্ধারিত মূল্য ২৪০ টাকা। কিন্তু সেই নিয়ম মানেনি শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ। উল্টে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে । জানা গিয়েছে ২৪০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করে ছাত্রীদের থেকে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। অতিরিক্ত ফি বৃদ্ধির কারণে গত শনিবার সকাল থেকে শক্তিগড় বালিকা বিদ্যাপীঠের সামনে বিক্ষোভে দেখাতে শুরু করেন অভিভাবকরা। তাঁদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও।
বিক্ষোভ দেখায় AIDSO-র সদস্যরা
স্কুল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা দফতরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং নিয়মবিরুদ্ধ। উত্তেজনা যখন ধীরে ধীরে চরম আকার নিচ্ছিল তখনই ঘটনাস্থলে উপস্থিত হন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা। তাঁরাও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। অবিলম্বে বাড়তি টাকা আদায় বন্ধ করা এবং অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তারা। এদিন বিক্ষোভকারীরা আরও দাবি জানিয়েছেন যে, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
আরও পড়ুনঃ জানুয়ারি মাসে ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দেখুন নবান্নের হলিডে লিস্ট
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ছাত্রীরা
অভিভাবক এবং ছাত্রীদের বিক্ষোভ যখন চরম আকার নেয় তখনই পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। ফলস্বরূপ পরিস্থিতি আরও বেগতিক হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এআইডিএসও-র সদস্য ও ছাত্রীরা। পরে পুলিশ বেশ কয়েকজন এআইডিএসও-র সদস্যকে আটক করে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্কুলের প্রধান শিক্ষিকা সুষমা পাল রায় বলেন, “এখনই এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। পরে আলোচনা করে জানানো হবে।”
আরও পড়ুন: SC, ST, OBC-দের সংরক্ষণ নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট!
এআইডিএসও-র দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনিন্দিতা পণ্ডিত শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, “২৪০-র পরিবর্তে ৪০০ করে স্কুল কর্তৃপক্ষ ভর্তির জন্য টাকা নিচ্ছে। স্কুলের পরিকাঠামোর কথা বলে এই টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ সরকারি স্কুলে কেন পড়ুয়ারা পরিকাঠামোর জন্য টাকা দেবে। স্কুল কর্তৃপক্ষ কোনও কথাই শুনছে না। সেজন্য আমাদের এই আন্দোলন।”