শিলিগুড়ি সহ ভারতে তিনটি ভিসা কেন্দ্র বন্ধ করল বাংলাদেশ

Siliguri

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরে ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এদিকে আর কিছুদিন পরই বাংলাদেশে নির্বাচন। এমতাবস্থায় ভোটের প্রার্থীরা যখন চারিদিকে প্রচার চালাচ্ছে সেই সময় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হলেও শেষ রক্ষা হল না। এদিকে তাঁর মৃত্যুতে পুনরায় অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। আর এই বিক্ষোভের মাঝেই ভারতে একে একে বন্ধ হল বাংলাদেশের ভিসা পরিষেবা কেন্দ্র। বাদ গেল না শিলিগুড়ি (Siliguri)।

শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা-কেন্দ্র

উল্লেখ্য, কিছুদিন আগেই ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। শুধু ঢাকা নয়, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামেও ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই আবহে শিলিগুড়িতেও সাময়িক ভাবে বন্ধ করা হল বাংলাদেশের ভিসা পরিষেবা কেন্দ্র। রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ সোমবার, বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা-কেন্দ্রের কাছে। তখনই এটি সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশের কর্তৃপক্ষ। যদিও শিলিগুড়িতে ভিসা-কেন্দ্র সাময়িক বন্ধ হওয়ার বিষয়ে ভারত বা বাংলাদেশ, কোনও দেশের সরকারই আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।

কী বলছেন বিক্ষোভকারীরা?

শিলিগুড়িতে বাংলাদেশের কোনও ঘোষিত কূটনৈতিক দফতরও নেই। বেসরকারি সংস্থার সাহায্যে সেখানে ভিসা-কেন্দ্র পরিচালনা করে বাংলাদেশ। এবার সেখানেও সাময়িক ভাবে বন্ধ হল। শিলিগুড়িতে এই বিক্ষোভ কর্মসূচির অন্যতম মুখ লক্ষ্মণ বনসল জানিয়েছেন, “আমাদের এখানকার কর্মীদের সঙ্গে কোনও সমস্যা নেই৷ পুলিশ বাধা দিলেও সেই বাধা আমরা মানিনি। এই অফিসের আধিকারিকের সঙ্গে কথা বলে এই কেন্দ্র বন্ধ করিয়ে দেওয়া হয়েছে।” এদিকে নয়াদিল্লি এবং শিলিগুড়িতে ভিসা পরিষেবা কেন্দ্র বন্ধ করেই ক্ষান্ত হয়নি বাংলাদেশ, আজ থেকে আগরতলাতেও বন্ধ থাকবে ভিসা পরিষেবা কেন্দ্র।

আরও পড়ুন: চাকরির ১০ বছরের আগেই PF এর সমস্ত অর্থ তুলে নিলেও পাওয়া যাবে পেনশন? জানুন

আগরতলাতেও বন্ধ ভিসা কেন্দ্র

জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আগরতলাতেও ভিসা-কেন্দ্র সাময়িক ভাবে বন্ধ করে দিল বাংলাদেশ। অর্থাৎ রাতারাতি সাময়িক ভাবে বন্ধ হয়ে গেল বাংলাদেশের তিনটি ভিসা পরিষেবা কেন্দ্র। গতকাল অর্থাৎ সোমবার রাতে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন জানিয়েছে, অনিবার্য কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা না-হওয়া পর্যন্ত আগরতলায় ভিসা এবং কনসুলার পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করেনি ঢাকা। শেখ হাসিনা পদ ত্যাগ করার পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছিল, এ বার সেই টানাপড়েনে ভিসা-কেন্দ্রের সমীকরণও জুড়ে গেল।

Leave a Comment