শীঘ্রই ছুটবে কৃষ্ণনগর-আমঘাটা রুটে ট্রেন, স্টেশন পরিদর্শন করলেন শিয়ালদার DRM

krishnanagar amghata rail project update

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষ্ণনগর থেকে আমঘাটা (Krishnanagar Amghata Rail Project) অবধি থাকা রেল লাইনের বিস্তৃত পরিদর্শন করা হল। গতকাল বৃহস্পতিবার এই পরিদর্শনটি করেন শিয়ালদা DRM সহ অন্যান্য রেল আধিকারিকরা। এমনিতে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট ন্যারো গেজ লাইনকে ব্রডগেজ রূপান্তরিত করার শিলান্যাস করেন। এরপর মাঝখান থেকে কেটে গেছে বেশ কয়েকটি বছর। ন্যারো গেজ থেকে ব্রডগেজ রেললাইন রূপান্তর হওয়ার পরও আজ পর্যন্ত চলেনি ট্রেন। তবে এবার এই প্রকল্পে বড় আপডেট সামনে এল।

কৃষ্ণনগর-আমঘাটা লাইন পরিদর্শন শিয়ালদা ডিআরএম-এর

গতকাল আবারও কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ব্রডগেজ রেড লাইন পরিদর্শন করলেন ডিআরএম। প্রশ্ন উঠছে, তাহলে কি অবশেষে এই লাইনে ট্রেন ছুটতে চলেছে? দুর্ভোগ কমবে কৃষ্ণনগর থেকে শুরু করে আমঘাটার মানুষের? উল্লেখ্য, আমঘাটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট রেল স্টেশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই আমঘাটা। অনেকেই হয়তো জানেন না যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত এককালে চলতো ট্রেন। তবে ২০১০ সালে পর বন্ধ হয় ওই পরিষেবা। এরপর ব্রডগেজ লাইন পাতা হয়েছিল আমঘাটা পর্যন্ত।

আরও পড়ুনঃ দুবাইতে কাজে গিয়ে মিলল যখের ধন! ৩৫ কোটির লটারি পেয়ে ভারতে ফিরছেন সন্দীপ

নবদ্বীপ ধামকে যুক্ত করার জন্য নদীতে তৈরি করা হয়েছিল ২০০ কোটি টাকা ব্যয়ে রেল ব্রিজ। তবে জমিজটের সমস্যায় দীর্ঘদিন ধরে আটকে পড়ে আছে এই প্রকল্প। এদিকে কৃষ্ণনগর থেকে আমঘাটা ৮ কিলোমিটার রেল পথের কাজ ২০২৪ সালে শেষ হয়। এরপরেও ট্রেনের চাকা গড়ায়নি। ট্রেন চলবে চলবে করে ট্রেনের দেখা মেলেনি ট্রেনের অপেক্ষায় এলাবাসী। তবে খুব শীঘ্রই ওই লাইনে ট্রেন চলতে পারে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম।

কী বলছেন জগন্নাথ সরকার?

এই রেললাইন পরিষেবা সম্পর্কে বড় তথ্য দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানান, ‘কৃষ্ণনগর থেকে আগামী দিনে এই আমঘাটা হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত আবারও লাইন হবে এবং নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চলবে।’ এর আগে শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল অপারেশন ম‌্যানেজার পঙ্কজ যাদব জানিয়েছিলেন, ‘ট্রেন চলাচলের উপযুক্ত হয়ে গিয়েছে ওই শাখা। কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেতও মিলেছে আগেই। এবার এই লাইনের ওপর দিয়ে ট্রেন চলা শুধু সময়ের অপেক্ষা।’ এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই স্থানীয় লোকজন সবাই চায় আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইন যাতে দ্রুত হোক।

Leave a Comment