বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে গোহারা হেরেছে ভারত। তাতে সমতায় এসেছে সিরিজ। তবে আজ অর্থাৎ রবিবার, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে হারের বদলা তুলতে সর্বশক্তি প্রয়োগ করবে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav In T20)। আর সেই সূত্র ধরেই আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নিরিখে ধোনির পাশে বসবে সূর্যকুমারের নাম। তবে পরবর্তী টি-টোয়েন্টিগুলিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে মাহিকেও টপকে যাবেন সূর্য।
টি-টোয়েন্টিতে ধোনিকেও টপকে যাবেন সূর্যকুমার?
এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মোট 97টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই আসরে 163.96 স্ট্রাইক রেটে তাঁর রানের সংখ্যা 2771। অন্যদিকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে মোট 98টি ম্যাচ খেলেছেন। সেই আসরে মাহির রান রয়েছে 1617। আর এখানেই রয়েছে টুইস্ট। সূর্যকুমার যাদব আজকের ম্যাচে অংশ নেওয়ার সাথে সাথে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নিরিখে ধোনির পাশাপাশি বসবেন। তবে মজার বিষয়, চলতি টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচগুলিতে অংশ নেওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের নিরিখে ধোনিকেও টপকে যাবেন তিনি। সেক্ষেত্রে হাত মানতে হবে মাহিকে…
সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন কোন ভারতীয়?
প্রথমেই বলে রাখি, 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। তবে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে 100 ম্যাচও পূরণ করতে পারেননি। আসলে ভারতীয়দের মধ্যে মোট তিন জন ক্রিকেটার রয়েছেন যারা আজ পর্যন্ত 100 বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। সেই তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে রোহিত শর্মার নাম। হ্যাঁ, 20 ওভারের সংস্করণে অবসর নেওয়ার আগে পর্যন্ত মোট 159টি ম্যাচ খেলেছেন রোহিত। তিনিই একমাত্র ভারতীয় প্লেয়ার যিনি 150টি টি-টোয়েন্টি খেলেছেন।
অবশ্যই পড়ুন: ১১ লাখ খরচ করে দিয়েছিলেন খাবারের স্টল, যুবভারতীর অশান্তিতে সর্বস্বান্ত বসিরহাটের বিক্রেতা
অন্যদিকে, সতীর্থ বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার কথা বলতে গেলে তারা এই মুহূর্তে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। যেখানে কোহলি খেলেছেন 125টি টি-টোয়েন্টি ম্যাচ। একইভাবে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে 122টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয়, ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকর নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে 1টির বেশি ম্যাচ খেলেননি।