শীঘ্রই ট্রায়াল, পরিষেবার জন্য প্রস্তুত দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন! কবে গড়াবে চাকা?

Hydrogen Train

সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রীন এনার্জি ব্যবহারের লক্ষ্য পূরণ করতে ভারত এবার আরও একধাপ এগোলো। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen Train) চালুর প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। নর্দান রেলওয়ের এই পাইলট প্রকল্পটি এই মাসের শেষ দিকেই অর্থাৎ জানুয়ারি মাসের শেষেই চালু হওয়া সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন রুটে চলবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য জিন্দে ভারতের সবথেকে বড় হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যার স্টোরেজ ক্ষমতা ৩০০০ কিলোগ্রাম। আর এই প্ল্যান্ট থেকেই ট্রেনের জ্বালানি সরবরাহ করা হবে। হরিয়ানা সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে, এই প্ল্যান্টের জন্য ১১ কেভি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর বর্তমানে প্ল্যান্টটি চূড়ান্ত কমিশনিং পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই গোটা ভারতের জন্য তা চালু হবে।

আরও পড়ুন: চুক্তি ভঙ্গ, ফের ভারতকে বড়সড় ঝটকা দিল ডোনাল্ড ট্রাম্প!

বিদ্যুৎ সরবরাহ নিয়েও কড়া নজর প্রশাসনের

এদিকে সম্প্রতি হরিয়ানার মুখ্য সচিব অনুরাগ রাস্তোগী ডাকশিন হরিয়ানা বিজলি বিতরণ নিগম আধিকারিকদের সঙ্গে এক বৈঠক সেরেছেন। আর উক্ত বৈঠকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান ব্যবস্থা, ব্যাকআপ ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, যাতে নিয়মিত ভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায় এবং কোনও রকম বাধা আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেহেতু, হাইড্রোজেন প্ল্যান্টটি ২৪ ঘন্টা চালু থাকবে, তাই বিদ্যুৎ সরবরাহও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এবার যা হবে, জারি অ্যালার্ট

কবে চালু হবে এই ট্রেন?

এদিকে গত মাসে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছিলেন, এই হাইড্রোজেন ট্রেনটি RDSO এর নির্ধারিত মান অনুযায়ী তৈরি করা হয়েছে। এমনকি রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটির ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং হাইড্রোজেন ট্রেনসেট উৎপাদন সম্পন্ন হয়েছে। আর রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ হাইড্রোজেন ট্রেনটি হরিয়ানার জিন্দ – সোনিপতের মধ্যে মোট ৮৯ কিলোমিটার রুটে চলবে। এই বিশেষ হাইড্রোজেন চালিত ট্রেন চালু হলে কার্বন নিঃসরণও যে কম হবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ডিজেল নির্গমন হ্রাস পাবে এবং পরিবেশবান্ধব রেল পরিবহনে ভারত বিশ্ব কাতারে নয়া নজির গড়বে।

1 thought on “শীঘ্রই ট্রায়াল, পরিষেবার জন্য প্রস্তুত দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন! কবে গড়াবে চাকা?”

Leave a Comment