“শীঘ্রই SIR থামান…” জলপাইগুড়িতে BLO-র আত্মহত্যার কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। প্রতিটি জেলার প্রতিটি ব্লকে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম বিলি চলছে। কিন্তু এই আবহে একাধিক জায়গায় SIR নিয়ে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক মৃত্যুর খবরও সামনে উঠে এসেছে। কোথাও ২০০২ এর ভোটার তালিকায় নাম না থাকায় ভোটারের আত্মহত্যা তো কোথাও আবার কাজের চলে BLO-র মৃত্যু, যা নিয়ে ক্রমাগত বিজেপিকে দুষছে তৃণমূল। এমতাবস্থায় SIR প্রক্রিয়া থামানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে।

BLO মৃত্যু নিয়ে সরব মুখ্যমন্ত্রী

রাজ্যে এইমুহুর্তে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ পুরোদমে চলছে। কোথাও এখনও ফর্ম বিলি চলছে তো কোথাও আবার ফর্ম সংগ্রহ। কিন্তু বিগত কয়েক সপ্তাহে একাধিক মৃত্যুর খবরও সামনে এসেছে। কিছুদিন আগেই মালবাজারে এক বিএলও-র আত্মহত্যা ঘিরে চাপানউতোর তৈরি হয়েছিল। অভিযোগ কাজের চাপে বিএলও শান্তি মুনি ওরাওঁ মনে এক মহিলা আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস দাবি করেছে, এসআইআর আতঙ্কেই ঘটেছে এই ঘটনা। তাই এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দাবি তুলে সরব হলেন।

জাতীয় কমিশনারকে চিঠি মমতার

রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ বৃহস্পতিবার, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে মমতা জানিয়েছেন যে, “ বাংলার SIR প্রক্রিয়া একটা চূড়ান্ত শঙ্কার জায়গায় পৌঁছে গেছে। সরকারি আধিকারিক এবং জনগণের ওপর এটিকে অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং ভয় তৈরি করেছে। SIR প্রক্রিয়ায় প্রশিক্ষণে যেমন ফাঁক রয়েছে, ঠিক তেমনই নথিপত্র নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। ভুল-ত্রুটিতে আধিকারিক এবং বিএলও-দের হুমকি দেওয়া হচ্ছে। শো-কজ করা ছাড়াও শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে। যার ফলে আতঙ্কিত হয়ে এক জন বিএলও-সহ অনেক মানুষ মারা গিয়েছেন।”

আরও পড়ুন: এক সপ্তাহের মাথায় ফের গৃহবন্দী পার্থ! কথা দিয়েও গেলেন না নিজের কেন্দ্রে জনতার দরবারে

জেলাশাসকের কাছে রিপোর্ট তলব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলায় যে হারে SIR আতঙ্ক বেড়েছে সেখানে কমিশন গ্রাউন্ড রিয়্যালিটি বুঝতে অস্বীকার করছে। তাই আরও প্রাণ ‘যাওয়ার আগে’ এসআইআরের কাজে থামানোর দাবি জানান মুখ্যমন্ত্রী। এদিকে এই চিঠি প্রকাশ্যে আসতেই মহা শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি মমতার এই পোস্টের পরই নড়ে চড়ে বসেছে মুখ্য নির্বাচনী আধিকারিক। তড়িঘড়ি জলপাইগুড়ির জেলাশাসক তথা ডিইও-র কাছ থেকে ওই বিএলও-র মৃত্যু নিয়ে রিপোর্ট চাইলেন। মালবাজারের ওই বুথ লেভেল অফিসারের কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

Leave a Comment