শীতের কারণে জানুয়ারিতে স্কুলে অতিরিক্ত ছুটির ঘোষণা রাজ্য সরকারের!

UP Schools

প্রীতি পোদ্দার, কলকাতা: হাড়কাঁপানো শীতে কাঁপছে রাজ্যবাসী। শৈত্য প্রবাহের জেরে খুবই খারাপ পরিণতি রাজ্যজুড়ে। তার উপর ঘন কুয়াশার কারণে রাজপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় শীতের প্রকোপে রাজ্য সরকার সমস্ত বিদ্যালয়ে ছুটি ঘোষণা করল। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই নির্দেশ দেওয়া হয়েছে, বহু বেসরকারি বিদ্যালয়ে। তবে বলে রাখা ভালো এই শীতের ছুটি ঘোষণার নির্দেশ পশ্চিমবঙ্গের জন্য নয়, উত্তরপ্রদেশের বিদ্যালয়গুলোতে (UP Schools) দেওয়া হয়েছে।

৫ জানুয়ারি পর্যন্ত শীতের ছুটি

এইমুহুর্তে কনকনে ঠান্ডা পরিস্থিতির জেরে জুবুথুবু অবস্থা সমগ্র উত্তর প্রদেশে। দিন রাত একাধিক জেলায় শৈত্যপ্রবাহের জেরে তাপমাত্রা ব্যাপকভাবে কমে গিয়েছে, তার উপর গোদের ওপর বিষফোঁড়া কুয়াশা। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একদমই কম, এই অবস্থায় প্রশ্নের মুখে পড়েছে পড়ুয়াদের স্বাস্থ্য। তাই সেসবের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিদ্যালয়ে শীতের ছুটি বাড়িয়ে দিলেন। দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুল আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মার্চ মাস থেকে ATM-এ বন্ধ হচ্ছে ৫০০ টাকার নোট? জানিয়ে দিল কেন্দ্র সরকার

শৈত্য প্রবাহের কারণে এই ছুটি

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়েছেন যে, সরকারি বোর্ড, CBSE, ICSE এবং অন্যান্য বোর্ডের অধীনে থাকা প্রতিটি স্কুল তীব্র শৈত্য প্রবাহের কারণে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যাতে এই প্রবল শীতে খোলা জায়গায় না ঘুমোয়, এর জন্য সমস্ত রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে সঠিক ব্যবস্থা নিতে বলা হয়েছে পাশাপাশি তাঁদের জন্য কম্বলের ব্যবস্থাও করার নিদের্শ দিয়েছে যোগী সরকার।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় শিয়ালদা থেকে ৩৩ জোড়া ট্রেন, বড় উপহার দিল পূর্ব রেল

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে হু-হু করে তাপমাত্রা নামছে। ইতিমধ্যেই শৈত্য প্রবাহের সর্তকতা জারি হয়েছে রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থানে। ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশও শৈত্য প্রবাহের পরিস্থিতি চলছে। আর তাতেই খুবই ভয়ংকর অবস্থা এই রাজ্যে। তাই সেক্ষেত্রে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার স্কুল বন্ধের নির্দেশ দিল যোগী সরকার।

Leave a Comment