সহেলি মিত্র, কলকাতাঃ ডিসেম্বর মাস আসার আগেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে বাংলায়। যত সময় এগোচ্ছে ততই হু হু করে কমছে বাংলার পারদ। সেইসঙ্গে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বীরভূম তো দিনে দিনে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা কালিম্পং-কে। আগামী দিনে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর। আপাতত বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি হয়নি, ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ রবিবার অর্থাৎ ছুটির দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ ঠান্ডার দাপট থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলির তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে বলে খবর।
এদিকে কলকাতার কথা বললে, আজ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সেইসঙ্গে কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় এখনও অবধি সবথেকে কম তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে আলিপুরদুয়ারে ১৪ ডিগ্রি।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় শীতের দাপট থাকবে। আপনিও যদি এই শীতটা আরও ভালোভাবে উপভোগ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে পাড়ি জমাতে হবে দার্জিলিং পাহাড়ে। কারণ সেখানে এখনও অবধি সর্বনিম্ন পারদ ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের মতে, সোমবার মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অর্থাৎ তাপমাত্রা চলে আসবে স্বাভাবিকের কাছাকাছি। পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও গরম হওয়া নিয়ে ঢুকবে পূবালী বাতাস ঢুকবে।