সহেলি মিত্র, কলকাতাঃ সাগরে ফের একবার ফুঁসতে শুরু করেছে নতুন এক ঘূর্ণিঝড়, যার নাম ‘দিটওয়া’। আর এই ঘূর্ণিঝড়ের দৌলতে ফের আমূল বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। শীত কমে ফের একবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে। যাইহোক, এখন প্রশ্ন উঠছে, এই সিস্টেমটির প্রভাব বাংলায় ঠিক কেমন পড়বে? আজ শনিবারই বা সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামী কয়েকদিন কলকাতা শহরে ঠান্ডার ভালো মতো আমেজ থাকবে। জানলে অবাক হবেন, মরসুমের এখনও অবধি সবথেকে কম তাপমাত্রা কলকাতার রেকর্ড করা হয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অন্যদিকে পশ্চিমাঞ্চলের কিছু জেলার ক্ষেত্রে পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আলিপুর জানিয়েছে যে আগামী দুই-তিন দিনের মধ্যে পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী কয়েকদিন সকালের কুয়াশা পড়তে পারে। রাজ্যের সমস্ত জেলার আবহাওয়া প্রধানত আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে বলে জানিয়েছে আইএমডি। দক্ষিণবঙ্গের কথা বললে, আজও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং নদীয়া জেলায়। জেলাগুলির তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। তাপমাত্রার নিরিখে প্রায় প্রতিদিনই রেকর্ড গড়ছে পাহাড়ি জেলা দার্জিলিং। দার্জিলিং-এর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে খবর। এদিকে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কুয়াশা ও শীতের সম্ভাবনা বেশি থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়াই থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না।
হাওয়া অফিস জানিয়েছে, নতুন এই সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাধাপ্রাপ্ত হবে শীতকালীন ঠান্ডা। তবে চিন্তা নেই, কারণ সিস্টেমটি পরিষ্কার হয়ে গেলে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের কমতে শুরু করবে। ১ ডিসেম্বরের পরে আবহাওয়ার পরিবর্তন হবে। নতুন মাস থেকেই শীতের সম্পূর্ণ প্রভাব পুরো বাংলা জুড়ে অনুভূত হবে। এই ডিসেম্বর মাসেই বাংলার জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর।