শীতের পথে বড় কাঁটা ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কেমন থাকবে আজকের আবহাওয়া?

weather today winter

সহেলি মিত্র, কলকাতাঃ ফের দানা বেঁধেছে ঘূর্ণাবর্ত। অপরদিকে সাগরে নতুন করে এক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে বাংলায় শীত ঢোকার মুখে নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক দুর্যোগ। আর এই দুর্যোগের হাত থেকে কোনওভাবেই রেহাই পাবে না বাংলা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যত সময় এগোচ্ছে ততই ক্রমশ তাপমাত্রা চড়ছে বাংলার। নভেম্বরের শুরুতে শীত প্রবেশ করলেও বেশিদিন স্থায়ী হতে পারল না। নতুন করে উড়ে এসে জুড়ে বসেছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে আবার ঘূর্ণিঝড়। সব মিলিয়ে মন খারাপ বাংলার মানুষের। এদিকে আবার বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস। আজ শনিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেবেন।

কেমন থাকবে আজকের আবহাওয়া?

একদিকে যখন সকলে নভেম্বর মাসের শেষদিকে দাঁড়িয়ে রয়েছি, তখন অনেকের মুখে একটাই প্রশ্ন, কবে থেকে তাহলে আলমারি থেকে লেপ, কম্বল, সোয়েটার বেরোবে? নভেম্বর মাসের শেষেই নাকি ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে হবে? এই নিয়ে খারাপ খবর শুনিয়েছে মৌসম ভবন। সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার হালকা শীত অনুভূত হতে পারে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে।

বুধবার থেকে মেঘলা আকাশের দেখা মিলবে। উপকূল ও লাগোয়া জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে খবর। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত মনোরম আবহাওয়া বিরাজ করবে। এক কথায় সেখানে আপনি অন্তত শীতল আবহাওয়া পাবেন। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং-এর মতো পাহাড়ি জেলায় গেলে ঠান্ডা নিয়ে আর আপনার কোনও অভিযোগ থাকবে না। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৮ থেকে শুরু করে ১৭-১৮ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে বলে খবর।

কী বলছে আইএমডি?

আবহাওয়া প্রসঙ্গে বড় তথ্য দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। IMD-র ভুবনেশ্বর দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তি বলেন, ‘এখনও পর্যন্ত নিম্নচাপেরই পূর্বাভাস রয়েছে। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি না হওয়া পর্যন্ত পরবর্তী আবহাওয়ার গতিবিধি বলা সম্ভব নয়।’

Leave a Comment