শীতের মজা মাটি করতে তৈরি ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় … আজকের আবহাওয়া

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে ফের তৈরি হল ঘূর্ণাবর্ত। সেইসঙ্গে বাংলায় নতুন করে বৃষ্টির পূর্বাভাসও জারি করা হল। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গাল্ফ অফ থাইল্যান্ড ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা কিনা ২২ নভেম্বর শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। সিস্টেমটি পরবর্তী পর্যায়ে আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ২৩ থেকে ২৪ নভেম্বর নাগাদ। সিস্টেমটি উত্তর উত্তর পশ্চিম দিকে প্রাথমিক ভাবে অগ্রসর হতে পারে। এদিকে এই নিম্নচাপের প্রভাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ শুক্রবার সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? জানতে হলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। জাঁকিয়ে শীত না হলেও মোটের ওপর আবহাওয়া ঠান্ডা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া জেলায়। প্রতিটি জেলার পারদ ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Image

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা গরম লাগলেও শীতের দাপট বজায় থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। জেলাগুলির সর্বনিম্ন পারদ ৭ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে। বাংলায় শীতে ব্রেক লাগলেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা এবং মহারাষ্ট্রে আগামী পাঁচ দিন তাপমাত্রা কমার সাথে সাথে ঠান্ডা বাড়বে বলে জানিয়েছে IMD।

কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিকে এই শীতের মাঝেই আবার কিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি। আজ ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দোসর হবে বজ্রপাত এবং তীব্র হাওয়া। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় কোথায় বৃষ্টি হবে? তাহলে জানিয়ে রাখি, অসময়ের ভারী বৃষ্টিতে ভাসতে পারে কেরালা, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ুতে। এছাড়াও বৃষ্টি হতে পারে মাহে, আন্দামান-নিকোবর, ইয়ানম এবং রায়লসীমাতে।

Leave a Comment