শীতের মাঝে ফের নিম্নচাপের ভ্রূকুটি! বাড়বে তাপমাত্রা, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ কনকনে শীতের মাঝে ফের নিম্নচাপের ভ্রূকুটি। বঙ্গোপসাগরে নতুন করে ফুঁসছে নিম্নচাপ অঞ্চল বলে খবর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নভেম্বর মাসের শেষে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাবে শীতের মুখে আবার বাধা হয়ে দাঁড়াবে, তবে এই নিম্নচাপ কোথায় কতটা প্রভাব ফেলবে সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। এদিকে বাংলায় পশ্চিমী হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছে। ধপ করে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী। তাহলে কি এই নভেম্বরে শীতের দেখা মিলবে না বাংলায়? আজ মঙ্গলবারই বা কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। গত কয়েকদিন ধরে বাংলার পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়ার সর্বনিম্ন পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, আজ মঙ্গলবার থেকে তা বেড়ে দাঁড়াল ১৬ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও মোটের ওপর আবহাওয়া শীতল থাকবে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলির তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে এখন মনোরম আবহাওয়া। কনকনে শীত বিরাজ করছে দার্জিলিং, কালিম্পং-এর মতো পাহাড়ি জেলায়। অপরদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ঠান্ডা বিরাজ করছে। জেলায় জেলায় দাপট থাকবে ঘন কুয়াশার। বেলা বাড়লে গরম লাগলেও বিকেল বা সন্ধের দিকে পারদ কমতে শুরু করবে, ঠান্ডা অনুভূত হবে ভালো মতো।

আগামীকালের আবহাওয়া

বুধবার অর্থাৎ ১৯ থেকে ২১ নভেম্বর সকালের দিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দৃশ্যমানতা হ্রাস পাবে। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD)। মৌসম ভবন জানিয়েছে যে আগামী সাত দিন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সোমবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে কালিম্পংয়ে রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Comment