শীতে কাবু না বাড়বে গরম! কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় অগ্রহায়ণ মাস প্রায় শেষের মুখে। কিছুদিন আগেই নভেম্বরে হালকা ঠান্ডা থাকার কারণে অনেকেই বেশ অসন্তুষ্ট হয়েছিল। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে শীতের (Weather Update) হাল খুবই খারাপ ছিল। তবে হঠাৎই ডিসেম্বরের মাঝামাঝি শহর কলকাতার শীতের ঠান্ডার মেজাজ একটু কাবু! কিছুদিন আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। আশা করা যাচ্ছে আর নামতে পারে পারদ।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ। কম যাচ্ছে না উত্তরবঙ্গও। সেখানেও দাপাচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বেশি হেরফেরের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। তবে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণের সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকবে। সকালের কলকাতায় বেশ কিছুক্ষণ কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। তবে এখনই তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে। ১৫ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। দক্ষিণের একাধিক জেলায় কুয়াশা আচ্ছন্ন থাকবে। তাই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: খসড়া ভোটার তালিকায় নাম খুঁজবেন কীভাবে? রইল অনলাইন এবং অফলাইন প্রসেস তথ্য

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে ভরপুর শীত। শৈলশহর দার্জিলিঙে তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। তবে কুয়াশার দাপট থাকবে একাধিক জেলায়। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। এমনই পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা রয়েছে।

Leave a Comment