প্রীতি পোদ্দার, কলকাতা: শহর জুড়ে যেন হাড় কাঁপানো শীতের (Weather Update) মরশুম। বছর শেষে এমন কনকনে ঠান্ডায় রীতিমত জবুথবু অবস্থা বঙ্গ বাসীর। গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছিল। শনিবার মরসুমের শীতলতম দিনে শহরের তাপমাত্রা ছুঁয়েছিল ১২.৮ ডিগ্রি। যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং করছে। তার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য জুড়ে রয়েছে কুয়াশার মোড়ক। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠছে নতুন বছরেও কি তবে এমন শীত বজায় থাকবে?
কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং করছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত রাজ্যজুড়ে শীতের দাপট বজায় থাকলেও নতুন বছরের শুরুতেই আবহাওয়ার হালকা বদল দেখা যাবে। অর্থাৎ জানুয়ারির প্রথম দিক থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তখন শীতের দাপট কমবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন দিন দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। অন্যদিকে, কিছু দিন পর থেকে পারদ আবার কিছুটা চড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: খড়গপুর ডিভিশনে বিনা টিকিটে ৪০০ যাত্রী, একদিনেই রেলের আয় আড়াই লক্ষ টাকা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বেশ খেলা দেখাচ্ছে শীত। উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে আগামীক ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে। কোচবিহারের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাবে। তাই রাস্তাঘাটে সাবধানতা বিজয় রাখতে হবে।