সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের ভ্রুকুটির মাঝেই নতুন করে শীতের দাপটে কাঁপতে শুরু করেছে কলকাতার শহর সহ সমগ্র বাংলা। আপনি যদি ভেবে থাকেন শীতের দাপট আপাতত এতটাই, তাহলে ভুল ভাবছেন। আগামী দিনে আরও বেশ খানিকটা শীতের দাপট থাকবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আপাতত কয়েকদিন বিভিন্ন জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবারও বহু জেলায় ঠান্ডা থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
জানা গিয়েছে, আপাতত চলতি মাসের শেষের দিক পর্যন্ত তাপমাত্রার ওঠানামা ঠিক এভাবেই চলতে থাকবে। তবে শীতের আসল খেলা শুরু হবে ডিসেম্বর মাস থেকে বলে খবর। আগামী ৬ই ডিসেম্বর থেকে ১০ ই ডিসেম্বরের মধ্যে প্রবল ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বাংলায়। যাইহোক, আজ প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ঠান্ডার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া জেলায়। তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
তবে এখানেই শেষ নয়, আশা করা যায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে চলে যেতে পারে ১২ থেকে ১৪°সে কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে ২২ থেকে ২৪° সে কাছাকাছি।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পর এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের কথা বললে, ইতিমধ্যে দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। অপরদিকে সমতলের জেলা আলিপুরদুয়ারের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আপাতত দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং জেলার তাপমাত্রা ৬ থেকে শুরু করে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। যদিও আগামী কয়েক ঘন্টায় তাপমাত্রা আরো খানিকটা কমবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে বৃষ্টির সম্ভাবনা নেই।